বাদ পাকিস্তান! মোদীকে সঙ্গে নিয়ে ‘সি-ফাইভ’ গড়ার পথে ট্রাম্প? জল্পনা জোরদার

Trump Core Five Geopolitical Axis

আন্তর্জাতিক কূটনীতির অন্দরমহলে নতুন জল্পনা—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ভারত, রাশিয়া, চিন এবং জাপানকে সঙ্গে নিয়ে গড়তে চাইছেন এক নতুন ভূরাজনৈতিক অক্ষ। নাম হতে পারে ‘সি-ফাইভ’ বা ‘কোর ফাইভ’। এই সম্ভাব্য ‘সুপারক্লাব’-এ প্রধান ভূমিকায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী—এমনটাই ধারণা মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো-র সাম্প্রতিক রিপোর্টে।

যদিও পাঁচ দেশের কোনও পক্ষই এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবুও মার্কিন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সদ্যপ্রকাশিত রিপোর্ট থেকেই কূটনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক জোট ‘জি৭’-এর প্রভাব কমাতেই এই নতুন কৌশলগত মেরুদণ্ড নির্মাণ করতে চাইছে ওয়াশিংটন।

   

ট্রাম্প-মোদী ফোনালাপ, উষ্ণ আলোচনা—কিন্তু ‘সি-ফাইভ’ নিয়ে নীরবতা

জল্পনার মাঝেই বৃহস্পতিবার টেলিফোনে কথা হয়েছে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের। ফোনালাপের পর এক্স-এ মোদি লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত উষ্ণ ও সম্পৃক্ত আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক অগ্রগতি, আঞ্চলিক পরিস্থিতি ও বিশ্বশান্তির লক্ষ্যে যৌথ ভূমিকা নিয়ে কথা বলেছি।” তবে এই আলোচনায় ‘সি-ফাইভ’ প্রসঙ্গ উঠেছিল কি না, তা নিয়ে মুখ খুলতে নারাজ দুই রাষ্ট্রনেতাই।

পাকিস্তানকে বাদ দেওয়া নিয়েও প্রশ্ন Trump Core Five Geopolitical Axis

ট্রাম্পের সম্ভাব্য ‘পঞ্চঅক্ষে’ পাকিস্তানের অনুপস্থিতি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন জল্পনা সৃষ্টি করেছে। বিশেষত, ‘অপারেশন সিঁদুরে’র পর পাকিস্তানি সেনার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশ্য নৈকট্য এবং ভারত-পাক সংঘাতে নিজের ‘মধ্যস্থতা’র দাবি—সব মিলিয়ে গত তিন বছরে দিল্লি ও ওয়াশিংটনের সম্পর্ক বারবার অস্বস্তির মুখে পড়েছে।

তার সঙ্গে যুক্ত হয়েছে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্কবৃদ্ধি। ফলে, কূটনৈতিক অস্বস্তি এমনই তীব্র হয়েছিল যে, গত চার মাসে একাধিক আন্তর্জাতিক আমন্ত্রণে সাড়া দেননি মোদি—এমন অভিযোগ তুলেছিল বিরোধীরা।

তবুও বাণিজ্য-দূতাবাসে নতুন উষ্ণতা

বাণিজ্যচুক্তি নিয়ে নতুন করে কথাবার্তা শুরু হওয়ায় নয়াদিল্লি–ওয়াশিংটনের সম্পর্ক কিছুটা নরম হয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল। ঠিক সেই সময়েই ‘সি-ফাইভ’ গঠনের জল্পনা সামনে আসায় আলোচনায় এসেছে পরবর্তী ভূরাজনৈতিক সমীকরণ।

জি৭–এর পালটা জোট? প্রশ্ন বাড়ছে

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ভারত–চিন–রাশিয়া–জাপান—এই চার শক্তির সঙ্গে মার্কিন সংযুক্তি এক নতুন বিশ্বমেরুর জন্ম দিতে পারে। বিশেষজ্ঞদের দাবি, “জি৭-এর প্রভাবকে ভারসাম্যহীন করার কৌশল হিসেবেই এই সম্ভাব্য অক্ষকে দেখা হচ্ছে।”

তবে এই জল্পনা বাস্তব রূপ নিলে বিশ্বরাজনীতির মানচিত্রে বড় ধরনের পালাবদল ঘটতে পারে—এমনটাই প্রত্যাশা পর্যবেক্ষকদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন