ভারত-চিনের ওপর ১০০% শুল্ক বসান, পুতিনকে চাপে ফেলতে ইইউ-কে ট্রাম্পের বার্তা

Trump asks EU to put 100% tariffs ওয়াশিংটন: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ভারত ও চিনের ওপর আরও বেশি শুল্ক বসানোর পরিকল্পনা করছেন। ফাইন্যান্সিয়াল টাইমসের…

Trump asks EU to put 100% tariffs

Trump asks EU to put 100% tariffs

ওয়াশিংটন: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ভারত ও চিনের ওপর আরও বেশি শুল্ক বসানোর পরিকল্পনা করছেন। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রুশ তেলের দুই বড় ক্রেতা দেশ- ভারত ও চিনের আমদানির ওপর এবার ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর প্রস্তাব তুলেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট। এর আগে ভারতীয় আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এখন ইউরোপীয় ইউনিয়নকেও একই পথে হাঁটার দাবি তুলেছেন তিনি।

Advertisements

ওই প্রতিবেদনের দাবি, ওয়াশিংটনে সিনিয়র মার্কিন ও ইইউ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় ফোনে যোগ দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, “আমরা প্রস্তুত, এখনই প্রস্তুত। তবে একসঙ্গে এগোতে হলে ইউরোপীয় অংশীদারদেরও আমাদের পাশে দাঁড়াতে হবে।”

   

পুতিনকে চাপে রাখার কৌশল

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপে রাখার কৌশল। কয়েক মাস আগে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা দিয়েছিলেন ট্রাম্প। এখন ভারত ও চিনকে নিশানা করে তিনি চাপ বাড়াতে চাইছেন।

ইতিমধ্যেই ভারতীয় আমদানির ওপর জুলাইয়ে ২৫ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণা করেছিলেন ট্রাম্প। পরে রুশ তেল আমদানির কারণ দেখিয়ে সেই হার দ্বিগুণ করে ৫০ শতাংশে নিয়ে যান। চিনের ক্ষেত্রে আপাতত ৩০ শতাংশ শুল্ক থাকলেও, বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ হওয়া সত্ত্বেও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত থেকে এতদিন বিরত ছিল ওয়াশিংটন। তবে এবার চিনের ক্ষেত্রেও শুল্ক ১০০ শতাংশে পৌঁছতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

“নাটকীয় শুল্ক” Trump asks EU to put 100% tariffs

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা ফাইন্যান্সিয়াল টাইমসকে জানান, ট্রাম্প চান “নাটকীয় শুল্ক” এবং সেগুলি বহাল থাকবে যতদিন না চিন রুশ তেল কেনা বন্ধ করে।

এই খবর প্রকাশ্যে এল এমন সময়ে, যখন কয়েকদিন আগেই তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে একসঙ্গে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে তিন নেতার হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবি ট্রাম্প নিজের ট্রুথ সোশাল হ্যান্ডেলে শেয়ার করে লেখেন— “দেখে মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে হারালাম অন্ধকারতম চিনের কাছে। আশা করি তারা দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কাটাবে একসঙ্গে!”

যদিও পরে সুর নরম করেন ট্রাম্প। ভারত-আমেরিকা সম্পর্ককে ‘‘বিশেষ’’ বলে আখ্যা দেন এবং ‘‘মহান প্রধানমন্ত্রী’’ নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেন। সর্বশেষ পোস্টে তিনি আশ্বাস দেন, ভারত-আমেরিকা বাণিজ্য বাধা দূর করতে আলোচনার পথেই এগোবে, এবং তিনি শিগগিরই মোদীর সঙ্গে কথা বলবেন।

উল্লেখ্য, ২০২৫ সালের প্রথম ছ’মাসে ভারতের মোট তেল আমদানির প্রায় ৩৫ শতাংশই এসেছে রাশিয়া থেকে— যা দিল্লিকে মস্কোর অন্যতম বড় ক্রেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফলে ট্রাম্পের এই নতুন শুল্ক-হুমকি দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য আলোচনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

World: Donald Trump reportedly plans up to 100% tariffs on Indian and Chinese imports over Russian oil purchases. The move targets Putin’s finances and escalates trade tensions, despite recent warm exchanges between Trump and PM Modi.