দীপাবলির বোমা! ফের ভারত-পাক যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের

Trump’s Budget Cuts Fail as Congress Steps in to Protect NASA
Trump’s Budget Cuts Fail as Congress Steps in to Protect NASA

দীপাবলির আলোয় আবারও আলোচনার কেন্দ্রে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত দীপাবলি অনুষ্ঠানে তিনি দাবি করেন, সম্প্রতি তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপ হয়েছে। সেই কথোপকথনে বাণিজ্য, আঞ্চলিক শান্তি এবং পাকিস্তান–ভারত সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প। তাঁর কথায়, “আমরা কিছুদিন আগেই কথা বলেছিলাম, আমি বলেছিলাম, পাকিস্তানের সঙ্গে যেন কোনো যুদ্ধ না হয়।”

Advertisements

দুই দেশের বাণিজ্য সম্পর্ক কঠিন

ট্রাম্পের এই মন্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে তাঁর ‘বাণিজ্য আলোচনা’-সংক্রান্ত দাবি নিয়েই সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এনডিটিভির প্রতিবেদনে সংবাদদাতা প্রণয় উপাধ্যায় বিশ্লেষণ করে বলেন, ট্রাম্প প্রশাসনের সময়ই ভারতীয় পণ্যের উপর আমদানি শুল্ক (tariff) বাড়ানো হয়েছিল, যার জেরে দুই দেশের বাণিজ্য সম্পর্ক বরং কঠিন হয়েছিল। ফলে ট্রাম্পের দাবি যে তিনি বাণিজ্য বিষয়ে সহযোগিতার কথা বলেছিলেন, তা অনেকের কাছেই প্রশ্নসাপেক্ষ।

   

‘যুদ্ধ ঠেকানোর’ মন্তব্য Trump Again Claims to Stop India-Pakistan War

আরও বিতর্কের জায়গা তৈরি করেছে তাঁর ‘যুদ্ধ ঠেকানোর’ মন্তব্যটি। কারণ, এর আগেও ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে তাঁর মধ্যস্থতায় ভারত–পাকিস্তানের মধ্যে সংঘাত এড়ানো গিয়েছিল। কিন্তু ভারত সরকার বারবারই এই দাবি নাকচ করেছে। নয়াদিল্লির অবস্থান স্পষ্ট— দুই দেশের মধ্যে যে কোনো বিষয়ই দ্বিপাক্ষিকভাবে মীমাংসিত হবে, কোনো তৃতীয় পক্ষের ভূমিকার প্রশ্ন নেই।

প্রণয় উপাধ্যায়ের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, ট্রাম্পের রাজনৈতিক বক্তব্যে যেমন স্বাভাবিকভাবেই আত্মপ্রচার থাকে, তেমনি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির বাস্তবতাও ভিন্ন। দীপাবলির মঞ্চে তাঁর এই মন্তব্য তাই কূটনৈতিক দিক থেকে যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি বিতর্কিতও বটে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements