এবার বিপাকে ভারতীয় পড়ুয়ারা! আমেরিকায় থাকার সময় সীমিত করছেন ট্রাম্প

ওয়াশিংটন: ভিসা নিয়ন্ত্রণ আরও কঠোর হচ্ছে। আন্তর্জাতিক পড়ুয়া, এক্সচেঞ্জ প্রোগ্রামে আসা অতিথি এবং বিদেশি সাংবাদিকদের জন্য আমেরিকায় থাকার সময়সীমা এবার নির্দিষ্ট করে দিলেন ট্রাম্প প্রশাসন।…

এবার বিপাকে ভারতীয় পড়ুয়ারা! আমেরিকায় থাকার সময় সীমিত করছেন ট্রাম্প

ওয়াশিংটন: ভিসা নিয়ন্ত্রণ আরও কঠোর হচ্ছে। আন্তর্জাতিক পড়ুয়া, এক্সচেঞ্জ প্রোগ্রামে আসা অতিথি এবং বিদেশি সাংবাদিকদের জন্য আমেরিকায় থাকার সময়সীমা এবার নির্দিষ্ট করে দিলেন ট্রাম্প প্রশাসন। নতুন প্রস্তাবিত নিয়মের ফলে ‘ডিউরেশন অব স্টেটাস’ বা অনির্দিষ্টকালীন থাকার সুবিধা বিলোপ হয়ে যাচ্ছে এবং ভিসা হবে নির্দিষ্ট মেয়াদের জন্য।

এর ফলে F ভিসা (ছাত্র) এবং J ভিসা (এক্সচেঞ্জ কর্মী) ধারীদের সর্বোচ্চ চার বছর পর্যন্ত আমেরিকায় থাকার সুযোগ থাকবে। I ভিসা (বিদেশি সাংবাদিক) ধারীদের অবস্থান ২৪০ দিনে সীমাবদ্ধ থাকবে। তবে চাইলে তারা ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন। চীনা সাংবাদিকদের জন্য সময়সীমা আরও কঠোর: ৯০ দিনের বেশি থাকা যাবে না।

   

ভিসার মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট ব্যক্তি US Citizenship and Immigration Services-এর মাধ্যমে সময়সীমা সম্প্রসারণের আবেদন করবেন। প্রশাসনের লক্ষ্য, বিদেশি শিক্ষার্থী ও অতিথিদের অবস্থান নিয়মিত পর্যবেক্ষণ করে অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখা।

মার্কিন প্রশাসনের যুক্তি অনুযায়ী, দীর্ঘ সময় ধরে বিদেশি পড়ুয়া এবং অতিথিরা থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। একই সঙ্গে, মার্কিন করদাতাদের অর্থসাধনও অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার হচ্ছে। নতুন নিয়মের মাধ্যমে এই চাপ কমানো সম্ভব হবে।

Advertisements

বর্তমানে প্রায় ১৬ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী আমেরিকায় F ভিসা নিয়ে পড়াশোনা করছেন। এর মধ্যে প্রায় ৩ লাখ ভারতীয়। এছাড়া প্রায় ১৩ হাজার বিদেশি সাংবাদিক I ভিসা নিয়ে কাজ করছেন। নতুন নিয়ম বাস্তবায়িত হলে তাদের জন্য অবস্থান অনিশ্চিত হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, ২০২০ সালে ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদেও এই প্রস্তাব আনা হয়েছিল। তবে ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে পরামর্শ করে তা বাতিল করে দেয়।