ভারতের ওপর ৫০০% শুল্কের খাঁড়া! পুতিনের তেল কেনায় চরম চটেছেন ট্রাম্প

Trump 500 percent tariff on India

ওয়াশিংটন: ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করতে এবার চরম পদক্ষেপ নিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে ‘জেনেবুঝে’ তেল এবং ইউরেনিয়াম কেনা দেশগুলোকে শাস্তি দিতে একটি দ্বিপাক্ষিক নিষেধাজ্ঞা বিলে সবুজ সংকেত দিয়েছেন তিনি। এর ফলে চিন ও ভারতের মতো দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর মার্কিন শুল্কের হার ৫০০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেনথাল এই বিলটি পেশ করেছেন। গ্রাহাম জানিয়েছেন, প্রেসিডেন্টের সঙ্গে এক ‘ফলপ্রসূ’ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই বিলটি ভোটাভুটির জন্য পেশ করা হতে পারে।

   

গ্রাহামের মতে, এই আইন প্রেসিডেন্ট ট্রাম্পকে চিন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর ওপর “বিশাল প্রভাব” তৈরির সুযোগ দেবে। লক্ষ্য একটাই— সস্তায় রাশিয়ান তেল কেনা বন্ধ করে পুতিনের যুদ্ধ তহবিলে টান দেওয়া।

কেন এই চরম সিদ্ধান্ত? Trump 500 percent tariff on India

রাশিয়ান জ্বালানি বয়কট: ইউক্রেন যখন শান্তির পথে এগোচ্ছে, তখন রাশিয়া যাতে তেলের টাকা দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে চায় আমেরিকা।

চিন-মার্কিন সম্পর্কের অবনতি: ইতিপূর্বেই আমেরিকার পক্ষ থেকে চিনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল, যার পাল্টায় বেজিং-ও ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে। নতুন এই বিলে সম্পর্কের তিক্ততা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

ভারতের ওপর চাপ: গত বছর ভারত থেকে আমদানিকৃত কিছু পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছিলেন ট্রাম্প। সম্প্রতি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী একজন ভালো মানুষ, কিন্তু তিনি জানতেন আমি খুশি নই।”

বাণিজ্য যুদ্ধে বিপাকে রফতানিকারকরা

আমেরিকা রাশিয়ার শক্তি রফতানি পুরোপুরি বন্ধ করতে চাইছে। একই সঙ্গে তারা ভারতের মতো দেশগুলোর থেকে মার্কিন কৃষি পণ্যের ওপর শুল্ক কমানোর দাবি তুলছে। বিশেষ করে ভারতীয় চালের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। তবে নয়া দিল্লি নিজের দেশের কৃষক ও দুগ্ধ শিল্পের সুরক্ষায় এখনও অনড়।

আগামী সপ্তাহে এই বিল পাস হলে বিশ্ব অর্থনীতিতে বড়সড় ওলটপালট হতে পারে। বিশেষ করে চিন ও ভারতের রফতানি বাণিজ্যে এর প্রভাব হবে সুদূরপ্রসারী।

World: US President Donald Trump greenlights a bipartisan bill that could raise tariffs on India and China by 500% for purchasing Russian oil and uranium.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন