ভারতের প্রতিবেশী দেশে Facebook, X বাতিল হলেও ছাড় পেল চিনা অ্যাপ TikTok!

কাঠমান্ডু: ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স সহ প্রায় ২৬ টি দেশের সোশ্যাল মিডিয়া অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করল ভারতের প্রতিবেশী দেশ নেপাল। সাত-দিনের মধ্যে সরকারের খাতায় রেজিস্ট্রেশন…

কাঠমান্ডু: ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স সহ প্রায় ২৬ টি দেশের সোশ্যাল মিডিয়া অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করল ভারতের প্রতিবেশী দেশ নেপাল। সাত-দিনের মধ্যে সরকারের খাতায় রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হওয়ায় অ্যাপ গুলি ব্যান করার সিদ্ধান্ত নিল নেপাল সরকার। আদালত অবমাননার একটি মামলায় দেশীয় এবং বিদেশী অনলাইন এবং সমাজমাধ্যমের অ্যাপ গুলির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করে মাননীয় সুপ্রিম কোর্ট।

জানা গিয়েছে, নেপালে দেশীয় এবং বিদেশী অ্যাপের কার্যকলাপ এবং অবাঞ্ছিত কন্টেন্টের উপর নজরদারি চালাতেই এই সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। বলা বাহুল্য, ২০২০ সাল থেকেই একাধিক সমাজমাধ্যম এবং অনলাইন অ্যাপে লাইসেন্স ছাড়া বিজ্ঞাপন প্রচলনের বিরুদ্ধে একাধিক পিটিশন জমা পড়ে।

   

নেপাল সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা, ২০৮০ অনুযায়ী, প্রত্যেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে তথ্য এবং সম্প্রচার মন্ত্রকে নিজেদের নাম রেজিস্টার করানো বাধ্যতামূলক।

নেপালের তথ্য-সম্প্রচার মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং জানিয়েছেন, সরকারের তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিকে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য একাধিকবার জানানো হয়েছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তবে বর্তমানে নিষেধাজ্ঞা জারি করা হলেও পরবর্তীকালে সংস্থাগুলি নাম নথিভুক্ত করলে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য-সম্প্রচার মন্ত্রী।

সরকারের এই সিদ্ধান্তের কড়া বিরোধিতায় নেমেছে একদল। অধিকার মঞ্চ গুলোর বক্তব্য, সরকার মানুষের মোট প্রকাশের স্বাধীনতা ছিনিয়ে নিচ্ছে। সেইসমগে সংবাদমাধ্যমের স্বাধীনতাও খর্ব কড়া হচ্ছে বলে সরব হয়েছে তারা।

Advertisements

কারা বাতিলের তালিকায় আর কারা পেল ছাড়?

ফেসবুক, ইন্সটাগ্রাম, মেসেঞ্জার, ইউটিউব, এক্স, রেডিট, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, ডিসকর্ড, পিন্টারেস্ট, সিগনাল, থ্রেডস, উইটক, কোরা, টুমব্লর, ক্লাবহাউস, রাম্বেল, লাইন, ইমো, জালো, সোল, হামরো পাত্র, এমআই ভিডিও এবং এমআই ভাইক ৩।

নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছে: টিকটক, ভাইবার, উইটক, নিম্বুজ, টেলিগ্রাম এবং গ্লোবাল ডাইরি।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News