Bangladesh: ‘ অনেক লাশের উপর দিয়ে হেঁটে এলাম’…ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাংলাদেশে

সামাজিক মাধ্যমেই দেখা যাচ্ছে বাংলাদেশে ট্রেন দুর্ঘটনার পর সারি সারি দেহ কীভাবে ছড়িয়ে আছে। বেঁচে যাওয়া এক কিশোরীর মন্তব্য ‘লাশের উপর দিয়ে হেঁটে এলাম’। একাধিক…

সামাজিক মাধ্যমেই দেখা যাচ্ছে বাংলাদেশে ট্রেন দুর্ঘটনার পর সারি সারি দেহ কীভাবে ছড়িয়ে আছে। বেঁচে যাওয়া এক কিশোরীর মন্তব্য ‘লাশের উপর দিয়ে হেঁটে এলাম’। একাধিক ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে উল্টে যাওয়া ট্রেনের কামরার তলায় অনেকের রক্তাক্ত দেহ। লাইনে ছিটকে পড়ে থাকা কয়েকজনের মাথা কেটে গেছে। বাংলাদেশে ট্রেন দুর্ঘটনায় ভয়াবহ দৃশ্য।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বড়সড় ট্রেন দুর্ঘটনা ঘটল কিশোরগঞ্জের ভৈরবে। যাত্রীবাহী এগারসিন্ধু ট্রেনকে একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা মেরেছে কিশোরগঞ্জের ভৈরব জংশনে এই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ঢাকা থেকে একটি কন্টেনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। অপরদিকে ভৈরব থেকে এগারসিন্ধু ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। বাংলাদেশ রেল মন্ত্রকের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জের ভৈরবে দুটি ট্রেনের ধাক্কা হয়। এই ঘটনায় ২০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বাড়তে পারে হতাহতের সংখ্যা, উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, জেলা পুলিশ ও র‌্যাব বাহিনী। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, উল্টে যাওয়া বগির নিচে অনেক যাত্রী চাপা পড়েছে। এ ছাড়া রেললাইনের ওপর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ভৈরব রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদার।

মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটেছে। আরও অভিযোগ, অযোগ্য ব্যক্তি দিয়ে ট্রেন চালানো হচ্ছে। রেল লাইনের অবস্থা এমনই যখন তখন ট্রেন লাইনচ্যুত হয়। রেল গেটগুলিতে তেমন কোনও সিগনাল থাকে না। আর জন্যও তেমনই কোনও নিয়ম মানতে চান না।