Bangladesh: সিকিমে ভয়াবহ বিপর্যয়, তিস্তায় ভেসে মৃতদেহ আসছে বাংলাদেশে

ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে ভারতের রাজ্য সিকিম। ভেসে গিয়েছে উত্তর সিকিমের মঙ্গন জেলার চুংথামের বিস্তীর্ণ এলাকা। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে।…

ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে ভারতের রাজ্য সিকিম। ভেসে গিয়েছে উত্তর সিকিমের মঙ্গন জেলার চুংথামের বিস্তীর্ণ এলাকা। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন সেনা জওয়ান বলে খবর। আরও মৃত্যুর আশঙ্কা। শতাধিক নিখোঁজ। এদিকে আন্তর্জাতিক নদী তিস্তার বন্যায় লাশ ভেসে আসছে বাংলাদেশে। এই নদীর মোহনা অঞ্চল বাংলাদেশ।

সিকিম থেকে ভেসে আসা দেহগুলি মিলছে তিস্তার তীরে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার পেরিয়ে তিস্তায় মৃতদেহ ভেসে আসছে বাংলাদেশের রংপুর বিভাগে। তিস্তায় ভাসতে থাকা দেহ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসে। কয়েকটি লাশ গাইবান্ধাতেও ভেসে গিয়েছে বলে খবর। এরপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রক্ষীরা দেহ উদ্ধার করেন। যোগাযোগ করা হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে। মৃতদেহ ভারতে পাঠানো হয়।

   

বাংলাদেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশে তিস্তা অববাহিকার নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে বাংলাদেশের পানি (জল) উন্নয়ন বোর্ড (পাউবো)। বৃষ্টি থেমে যাওয়ায় নদীর জলের স্তর কিছুটা স্বাভাবিক হতেই অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

তিস্তা অববাহিকার ভারতীয় অংশের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবা, ময়নাগুড়ি ও কোতোয়ালিতে বেশিরভাগ মৃতদেহ পাওয়া গেছে। এছাড়া কোচবিহার জেলার কুচলিবাড়ি ও হলদিবাড়ি, মিলনপল্লী ও দার্জিলিং জেলার শিলিগুড়িতে তিস্তা ব্যারেজ এলাকায়ও দেহ পাওয়া গেছে।

মেঘভাঙা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন সিকিম। ভারতের এই রাজ্য গোটা দেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে জলবিদ্যুৎ প্রকল্পের ড্যাম ভেঙে যাওয়ায় জলপাইগুড়িতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বিপদ এড়াতে নদী পাড়ের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানো হয়েছে। বন্যার আশঙ্কা বাংলাদেশেও। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয় সিকিমে। ব্যাপক বর্ষণে উত্তর সিকিমের লোনাক হ্রদ উপচে পড়ে। এতে অতিরিক্ত জল তিস্তা নদীতে চলে আসায় হঠাৎ জলের স্তর বেড়ে যায়। তিস্তা নদী সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।