দল করলেই কোতল। তালিবানি ফতোয়ায় নিষিদ্ধ রাজনীতি। এবার এসেছে এমন ফরমান। আফগানিস্তানে (Afghanistan) নিষিদ্ধও সব রাজনৈতিক দল। এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে তালিবান জঙ্গিদের সরকার। তাদের যুক্ত, শরিয়া আইনে গণতন্ত্রের কোনো স্থান নেই। রাজনীতির সঙ্গে কোনো জাতীয় স্বার্থ জড়িত নয়। দেশবাসী তাদের পছন্দও করে না। ফলে দেশে কোনো রাজনৈতিক দল দরকার নেই।
তালিবানি ফরমানের পর আফগানিস্তানে একাধিক রাজনৈতিক নেতার মৃত্যুদণ্ড হতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তালিবান সরকারের ন্যায়বিচার মন্ত্রী শায়খ মৌলবি আবদুল হাকিম শারি জানান, দেশে সব রাজনৈতিক দলের সব ধরনের কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করা হয়েছে শরিয়াহ আইন অনুযায়ী। একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান।
২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোট সেনাদের সরিয়ে নেওয়া হয়। এর পর দ্বিতীয়বারের জন্য দেশটির ক্ষমতা দখল করেছে তালিবান। এর আগে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন নিয়ন্ত্রণ ছেড়েছিল তখন প্রথমবার তালিবান সরকার তৈরি হয়।
দ্বিতীয়বীর ক্ষমতায় এসেই তালিবান সরকার নারীদের উপর নিষেধাজ্ঞার পাহাড় চাপিয়েছে। এবার রাজনীতি নিষিদ্ধ হলো এই দেশে।