Taliban Bus: তালিবান জঙ্গিদের সরকার বানাল ঝকঝকে বাস! আফগানিস্তানে চলবে

ঝকঝকে বাস বানিয়ে চমকে দিল তালিবান জঙ্গিদের সরকার। এই বাস (Taliban Bus) দেখে বিশ্ব জুড়ে চমক। আফগানিস্তানের(Afghanistan)  শাসক এই জঙ্গি গোষ্ঠীর দাবি দেশেই  বাস তৈরি…

Afghanistan produces bus for urban public transport

ঝকঝকে বাস বানিয়ে চমকে দিল তালিবান জঙ্গিদের সরকার। এই বাস (Taliban Bus) দেখে বিশ্ব জুড়ে চমক। আফগানিস্তানের(Afghanistan)  শাসক এই জঙ্গি গোষ্ঠীর দাবি দেশেই  বাস তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বাসের একটি ছবি পোস্ট করে তালিবান জঙ্গি সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানে তৈরি নতুন বাস। এটি শুধুমাত্র নগর পরিবহণ পরিষেবায় ব্যবহার করা হবে। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, দেশীয় উৎপাদনশিল্পে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। এই অর্জন উদযাপনের জন্য শিগগিরই উদ্বোধনী অনুষ্ঠান হবে।’

   

এর আগে ঝাঁ চকচকে সুপারকার তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল তালিবান সরকার। এবার তাদের বাস চমকে দিল। তালিবান জঙ্গি সরকারের দাবি, এই বাস তৈরি হয়েছে আফগানিস্তানেই। তবে তাদের দাবি নিয়ে বিতর্ক আছে।

গত বছরের শুরুর দিকে একটি অত্যাধুনিক সুপারকার এনেছিল তালিবান সরকার। তখন জানানো হয়েছিল, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে ওই সুপারকার। নাম রাখা হয়েছে ‘মাডা ৯’। এনটোপ নামে এক সংস্থার সঙ্গে যৌথ ভাবে গাড়িটি তৈরি করছে কাবুলের আফগানিস্তান টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট। এরপর কাতারের রাজধানী দোহাতে বিখ্যাত জেনেভা অটো প্রদর্শনীতে গাড়ির একটি মডেল প্রদর্শন করা হয়।  

উল্লেখ্য, আফগানিস্তানের বর্তমান শাসক তালিবান জঙ্গিদের সঙ্গে কাতার সরকারের সুসম্পর্ক আছে। দ্বিতীয়বার শাসন ক্ষমতায় যাওয়ার আগে কাতারে তালিবান সদর দফতর বারবার আলোচিত হয়েছিল।

২০২১ সালের আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই বছর ১৫ আগস্ট ক্ষমতায় আসে তলিবান জঙ্গিরা। নব্বই দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯৬ সালে প্রথমবার আফগানিস্তান দখল করেছিল। তালিবানি শাসনে আফগানিস্তানে ভয়াল পরিস্থিতি তৈরি হয়। দ্বিতীয়বার তালিবান জঙ্গি শাসনেও কঠিন পরিস্থিতি।