ওয়াশিংটন: ভারতে প্রত্যর্পণের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে মার্কিন সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন মুম্বই জঙ্গি হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানা৷ এই আবেদন জানিয়ে প্রধান বিচারপতি জন রবার্টসের দ্বারস্থ হয়েছেন তিনি৷ (Tahawwur Rana Extradition Case)
প্রধান বিচারপতির কাছে আবেদন Tahawwur Rana Extradition Case
বর্তমানে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন রানা৷ ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি তাঁর আবেদনটি জমা পড়ে। গত ৭ মার্চ আমেরিকার সুপ্রিম কোর্টের নবম সার্কিটের বিচারপতি এলেনা কাজান ভারতে প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনার জন্য রানার আবেদন খারিজ করে দেন৷ পরবর্তীতে রানা তাঁর আবেদন পুনরায় প্রধান বিচারপতি রবার্টসের কাছে পাঠান।
রানা পাকিস্তানি-আমেরিকান সন্ত্রাসবাদী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে যুক্ত ছিলেন, যিনি ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মূল ষড়যন্ত্রী বলে চিহ্নিত। হেডলি মুম্বই হামলার আগে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলি পরিদর্শন করেছিলেন৷ রানার ইমিগ্রেশন পরামর্শক সংস্থার মাধ্যমে সেই তথ্য সংগ্রহ করা হয়েছিল৷
মুম্বই হামলার সঙ্গে যুক্ত রানা Tahawwur Rana Extradition Case
মুম্বই হামলার ঘটনার সঙ্গে যে রানা যুক্ত ছিলেন, তা আদালতে প্রমাণিত৷ আমেরিকায় তাঁকে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা এবং ডেনমার্কে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় সহায়তা দেওয়ার জন্য দণ্ডিত করা হয়েছে।
রানা তাঁর আবেদনপত্রে দাবি করেছেন, ভারতের কাছে তাঁকে পাঠানো হলে তা আমেরিকার আইন এবং রাষ্ট্রসংঘের অত্যাচারের বিরুদ্ধে কনভেনশনের লঙ্ঘনের সামিল হবে। তিনি জানিয়েছেন, মুসলিম এবং পাকিস্তানি যোগ থাকায় ভারতের পাঠানো হলে তাঁর উপর অকথ্য অত্যচার করা হবে৷ যা তাঁর জীবনের জন্য মারাত্মক হতে পারে।
রানার স্বাস্থ্যের অবস্থাও অত্যন্ত গুরুতর Tahawwur Rana Extradition Case
আবেদনে আরও বলা হয়েছে, রানার স্বাস্থ্যের অবস্থাও অত্যন্ত গুরুতর। তাঁর অনেক শারীরিক সমস্যা রয়েছে৷ যার মধ্যে হৃদরোগ, পারকিনসন ডিজিজ, কিডনি রোগ এবং অ্যাস্থমা রয়েছে। এর পাশাপাশি, তার একাধিক কোভিড-১৯ সংক্রমণও হয়েছে।
তবে, গত মাসে হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেস কনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, রানার প্রত্যর্পণ ভারতকে করা হবে।
২০০৮ সালের ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলায় মোট ১৬৬ জনের মৃত্যু হয়, যার মধ্যে ৬ জন আমেরিকানও ছিলেন। ১০ পাকিস্তানি সন্ত্রাসী ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে মুম্বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছিল।
দীর্ঘ কয়েক বছর ধরে তাহাউর রানার প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। তবে আইনি জটিলতার কারণে তা গোটা প্রক্রিয়াটি বিলম্বিত হয়েছে৷ তবে গত ২৫ জানুয়ারি ২৬/১১ হামলার অন্যতম চক্রী রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দেয় আমেরিকার সুপ্রিম কোর্ট৷ সেই আবেদনকেই চ্যালেঞ্জ করেছেন রানা৷
World: Tahawwur Rana appeals to the US Supreme Court against extradition to India over his involvement in the 26/11 Mumbai attacks. Highlights include health issues, alleged torture fears, and his links to David Headley and terror outfits. Legal battle intensifies.