
সিডনি: জঙ্গি হামলায় রক্তাক্ত সিডনির বন্দি সমুদ্র সৈকত (Sydney terror attack)। শুধু মাত্র ইহুদিদের লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১২ জন নিহতের খবর পাওয়া যাচ্ছে। সন্দেহের তালিকায় উঠে আসছে নাভিদ আক্রমের নাম। তদন্ত এখনও চলছে। এই রক্তাক্ত ঘটনায় নিহতদের মধ্যে একটি ইহুদি স্কুলের এক শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।
এই খবর সামনে আসতেই শোক ও ক্ষোভ আরও গভীর হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, হামলার এলাকায় একটি ইহুদি শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। অনেক শিশু এখনও তাদের বাবা-মায়ের খোঁজে রয়েছে। হাসপাতাল, পুলিশ স্টেশন ও অস্থায়ী সহায়তা কেন্দ্রে প্রিয়জনদের সন্ধানে ভিড় জমাচ্ছেন উদ্বিগ্ন আত্মীয়রা।
ইহুদিদের নিশানা করে জঙ্গি হামলায় রক্তাক্ত সিডনি
হামলার পরপরই সিডনির বিভিন্ন হাসপাতালকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সরকারি সূত্র জানাচ্ছে, অন্তত ২০ জন অভিজ্ঞ সার্জনকে নিয়ে পাঁচটি আলাদা মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি বহু প্যারামেডিক ও জরুরি স্বাস্থ্যকর্মী রাতভর আহতদের চিকিৎসায় নিযুক্ত রয়েছেন। হাসপাতালের অপারেশন থিয়েটারগুলোতে একের পর এক জটিল অস্ত্রোপচার চলছে। চিকিৎসকদের কথায়, অনেকেরই অবস্থা অত্যন্ত সংকটজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পর সিডনির ওই এলাকা পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তা বাহিনী প্রতিটি কোণায় তল্লাশি চালাচ্ছে, কোথাও আরও কোনও হামলাকারী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করার জন্য। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের ঘরের ভিতরেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে।




