HomeWorldSydney Attack: চার্চে ঢুকে এলোপাথাড়ি ছুরি চালাল আততায়ী! জখম বহু

Sydney Attack: চার্চে ঢুকে এলোপাথাড়ি ছুরি চালাল আততায়ী! জখম বহু

- Advertisement -

তিনদিনের মধ্যে দ্বিতীয়বার। ফের অষ্ট্রেলিয়ার সিডনিতে (Sydney Attack) ছুরি হাতে হামলা। এবার চার্চে ঢুকে হামলা চালাল এক আততায়ী। পশ্চিম সিডনির ওয়াকেলির একটি চার্চে প্রার্থনার সময় ছুরি নিয়ে আচমকা ঢুকে পড়ে এক হামলাকারী। সেই হামলায় বিশপ সহ বেশ কয়েকজন জখম হয়েছেন। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় অনুযায়ী, সোমবার রাতে এই ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। হামলার কারণ জানতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

পুলিশ জানিয়েছে, জখম ব্যক্তিদের আঘাত খুব একটা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা চলছে তাদের। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, এক হামলাকারী বিশপের ওপর ছুড়ি দিয়ে হামলা চালাচ্ছে। চার্চে উপস্থিত অন্যরা তাকে আটকাতে গেলে সে তাদেরকেও আক্রমণ করছে। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই হামলাকারীকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। কী কারণে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত চার্চটি বন্ধ রাখা হয়েছে বলে খবর।

   

এর আগে শনিবার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশন শপিং মলে ছুরি হাতে হামলা চালায় এক যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা শপিং মলে গুলির শব্দ শোনা যায়। প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছে মল খালি করে দেয়। কয়েকশো মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। তবে সেদিন ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে ওই আততায়ীকে গুলি করে হত্যা করে পুলিশ।

স্থানীয় পুলিশ আধিকারিক অ্যান্টনি কুক জানান, খুব দ্রুত পুলিশ এলাকায় পৌঁছয়। তবে ঘটনাস্থলের পাশেই এক পুলিশ অফিসার ছিলেন। তিনি আততায়ীকে তাড়া করেন। পালানোর পথ না পেয়ে হামলাকারী সোজা মলের পাঁচতলায় চলে যায়। পুলিশ অফিসারও সেখানে পৌঁছন। তিনি আততায়ীকে ধরতে গেলে সে ছুরি চালানোর চেষ্টা করে। আত্মরক্ষার জন্য ওই পুলিশ অফিসার গুলি চালান। এতেই ওই হামলাকারীর মৃত্যু হয়।

সেই ঘটনার একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। তাতে দেখা যায়, শপিং মলে সামনে পুলিশ এবং অ্যাম্বুল্যান্সের ভিড়। পুলিশ এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ছোটাছুটি করছেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন, সম্ভবত কোনও নির্দিষ্ট ব্যক্তিকে হত্যা করার পরিকল্পনা হামলাকারীর ছিল না। সে যাকেই সামনে পেয়েছে, তার ওপর হামলা চালিয়েছে। ছুরি নিয়ে মলের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেরিয়েছে সে। হামলাকারীর পরণে ছিল হুডি এবং শর্টস।

ওয়েস্টফিল্ড বন্ডি জংশন শপিং মলে হামলার রেশ কাটতে না কাটতেই ফের সিডনিতে ছুরি হাতে হামলার ঘটনায় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘন ঘন এই হামলার ঘটনায় উদ্বিগ্ন পুলিশ কর্তারা। শপিং মলে হামলার সঙ্গে চার্চে হামলার কোনও যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular