ছোট্ট দ্বীপদেশ তাইওয়ান (Taiwan) বরারবর চিনের নজরে। এবার এই দেশের সামনে বিরাট বিপদ। অতি তীব্র সামুদ্রিক ঘূর্ণিঝড়ের (Typhoon) মুখে পড়তে চলেছে তাইওয়ান। তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ঝড়ের স্তর ‘স্ট্রং টাইফুন’। আসন্ন টাইফুনের নাম ‘কং-রে’।
আমেরিকান নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ‘কেন্দ্রে ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল প্রতি ঘণ্টা) বেগে বয়ে যাওয়া ঝড়টি এখন একটি সুপার টাইফুনে পরিণত হয়েছে। তাইতুং কাউন্টিতে আঘাত হানার আগে এটি আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে।’
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, ঝড়টি দ্বীপরাষ্ট্রটির দক্ষিণ দিক অতিক্রম করে তাইওয়ান প্রণালীতে প্রবেশ করবে। এরপর এটি চিনের দিকে ধেয়ে যাবে।
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জনগণকে পাহাড় ও উপকূলীয় এলাকায় চলাচল করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ফেসবুকে তিনি বলেন, ‘দেশের পূর্ব, দক্ষিণ ও উত্তরাঞ্চলে আমার বন্ধুদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।’ দেশটির প্রশাসন সতর্ক কলে বলেছে, পূর্ব তাইওয়ানের পার্বত্য অঞ্চলের উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার ১ দশমিক ২ মিটার (৩ দশমিক ৯ ফুট) পর্যন্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে,ঝড় মোকাবিলায় দ্বীপজুড়ে প্রায় ৩৬ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। দূরবর্তী দ্বীপগুলোর অন্তত ২৬টি স্থানে ফেরি চলাচল বুধবারের জন্য বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে পরিবহন মন্ত্রক। সব ফ্লাইট বাতিল করেছে তারা।