ওয়াশিংটন: আমেরিকার দিকে ধেয়ে আসছিল বিরাট মাদক পাচারকারী সাবমেরিন (Drug-smuggling Submarine)। ইকুয়াডোর এবং কলম্বিয়া থেকে আসা ওই সাবমেরিনকে যে ক্যারিবিয়ানেই আটকে দেওয়া হয়েছে তা নয়, বরং দুই জঙ্গিকেও খতম করা হয়েছে বলে ট্রুথ সোশ্যালে দাবী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।
স্থানীয় সময় অনুযায়ী শনিবার সকালে নিজের সমাজমাধ্যমে মার্কিন রাষ্ট্রপতি লেখেন, “অত্যন্ত সুপরিচিত মাদক পাচারের ট্রানজিট পয়েন্টে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসা একটি বিশাল মাদক বহনকারী সাবমেরিন ধ্বংস করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের।”
ফেন্টানাইল এবং অন্যান্য মাদকে ভরতি ছিল ওই সাবমেরিন, বলেও জানিয়েছেন ট্রাম্প। ঘটনায় দু-জন জঙ্গিকে খতম কড়া হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় আরও দুই জঙ্গিকে তাঁদের দেশ ইকুয়াডোর ও কলম্বিয়াতে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের দাবী মেনে নিয়েছেন কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো (Gustavo Petro)। এক্সে (X) তিনি পোস্ট করেন, কলম্বিয়ার ওই অভিযুক্ত জঙ্গির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সাবমেরিন ধেয়ে আসার কথা ঘোষণা করে ট্রাম্প বলেছিলেন যে ল্যাটিন আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ বন্ধ করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে।
প্রসঙ্গত, সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান অঞ্চলে মাদক পাচারকারী কমপক্ষে ৬ টি জাহাজ (যার বেশিরভাগই স্পিডবোট)-কে ধ্বংস করেছে আমেরিকা। যার মধ্যে কয়েকটির ভেনেজুয়েলা থেকেও এসেছিল বলে অভিযোগ তুলেছে ওয়াশিংটন।
আমেরিকার এই হামলায় এখনও পর্যন্ত ২৭ জন মারা গিয়েছেন। কিন্তু ওয়াশিংটন এখনও তাঁরা যে ‘মাদক পাচারকারীই’ ছিল তার প্রমাণ দিতে পারেনি। বিশেষজ্ঞদের মতে, মাদক পাচারকারী সন্দেহে এভাবে হত্যা চরম বেআইনি।