UK: গুরুতর পরিস্থিতি, লন্ডনে জারি হয়েছে লাল সতর্কতা

একের পর এক এলাকা থেকে জনগণকে সরানো হচ্ছে। তেড়ে এসেছে সমুদ্র দানব। জারি হয়েছে লাল সতর্কতা। বিপুল ক্ষয় ক্ষতির আশঙ্কা ইংল্যান্ডে (UK), জনসাধারণ ভীত। বিবিসি…

একের পর এক এলাকা থেকে জনগণকে সরানো হচ্ছে। তেড়ে এসেছে সমুদ্র দানব। জারি হয়েছে লাল সতর্কতা। বিপুল ক্ষয় ক্ষতির আশঙ্কা ইংল্যান্ডে (UK), জনসাধারণ ভীত।

বিবিসি জানাচ্ছে, “ব্রিটেনে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এক ঝড় শুক্রবার সকাল থেকে আঘাত হানতে শুরু করায় লাখ লাখ মানুষকে তাদের ঘরে থাকতে বলা হয়েছে।”

বিবিসি আরও জানাচ্ছেে, লন্ডনের সব জায়গাতেই ট্রেন ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে শত শত স্কুল। হিথরো বিমানবন্দরে কমপক্ষে ৬৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে

ব্রিটেেন সরকার বলছে, পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

ইউনিসের আঘাতে আয়ারল্যান্ডে ৫৫ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আয়ারল্যান্ড তছনছ।

ঝড়ের গতি এমনই তীব্র যে কিছু কিছু এলাকায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে যা বিরল এক ঘটনা। এর অর্থ ঝড় ইউনিসের আঘাতে মানুষের প্রাণহানিরও আশঙ্কা করা হচ্ছে। ইংল্যান্ডের দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং ওয়েলসে এই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইংল্যান্ডে গত এক দশকে চারবার এরকম রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ১০০ মাইল পর্যন্ত হতে পারে। ইউনিস ঘূর্ণিঝড় না হলেও এর গতি ঘূর্ণিঝড়ের মাত্রায় পৌঁছে যেতে পারে বলে তারা ধারণা করছেন।