LIC: জীবন বিমা নিগমের তহবিলে দাবিদারহীন হাজার হাজার কোটি টাকা

নিজেদের পরিবারের কথা ভেবে বহু মানুষ জীবন বিমা (LIC) পলিসি করেন। এজেন্টদের কথা মতো বড়মাপের পলিসি করলেও নির্দিষ্ট সময় পর অনেকেই টাকা দিতে পারেন না।…

LIC

নিজেদের পরিবারের কথা ভেবে বহু মানুষ জীবন বিমা (LIC) পলিসি করেন। এজেন্টদের কথা মতো বড়মাপের পলিসি করলেও নির্দিষ্ট সময় পর অনেকেই টাকা দিতে পারেন না। ফলে ওই সমস্ত পলিসি বাতিল হয়ে যায়। এই পড়ে থাকা টাকার পরিমাণ বেড়ে হলো ২১ হাজার কোটির বেশি।

এলআইসির আইপিওর খসড়ায় থেকে এই তথ্য জানা গিয়েছে তহবিলে এই ধরনের দাবিবিহীন টাকার পরিমাণ বেড়ে হয়েছে ২১ হাজার ৫৩৯ কোটি। বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির কাছে এলআইসি কর্তৃপক্ষ ডিআরএইচপিতে জানিয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তারা দাবিহীন জমা টাকার অংক নির্ধারণ করেছে। এরই মধ্যে আরও ছয় মাস কেটে গিয়েছে। ফলে দাবিহীন ওই টাকার অংক আরও বাড়ার সম্ভাবনা ১০০ শতাংশ। তহবিলে জমা থাকা দাবিহীন অর্থের ক্ষেত্রে সুদ-সহ পরিমাণ জানিয়েছে এলআইসি।

জীবন বিমা নিগম সেবিকে জানিয়েছে, ২০১৮ সালের ৩১ মার্চ তাদের কাছে দাবিহীন টাকার পরিমাণ ছিল ১০ হাজার ৫০০ কোটি। ২০২০ সালে টাকার পরিমাণ বেড়ে হয় ১৬ হাজার ৫২ কোটি। এক বছর পর অর্থাৎ ২০২১ সালের মার্চে টাকার পরিমাণ বেড়ে হয় ১৮ হাজার ৪৯৫ কোটি।

উল্লেখ্য, সেবির নিয়ম অনুযায়ী প্রত্যেক বিমা সংস্থাকে তার নিজের ওয়েবসাইটে ১০০০ টাকা বা তার বেশি পরিমাণ দাবিহীন অর্থ সংক্রান্ত তথ্য জানাতে হয়। ১০ বছর পূর্ণ হওয়ার পরেও তা চালিয়ে যেতে হয়। ওই ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহক উত্তরাধিকারী বা পরিবারকে সাহায্য করার কথা বলেছে সেবি।