Ukraine War: জীবনদায়ী জুতো! রুশ মাইন মোকাবিলায় ইউক্রেন আনল স্পাইডার বুট

দিন যতই যাচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধক্ষেত্র (Ukrain War) ততই উত্তপ্ত হচ্ছে। আক্রমণ চালাচ্ছে দুইপক্ষই। প্রতিপক্ষকে হারাতে প্রতিনিয়তই নতুন নতুন কৌশল অবলম্বন করছে সেনারা। বেশ কয়েকটি…

দিন যতই যাচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধক্ষেত্র (Ukrain War) ততই উত্তপ্ত হচ্ছে। আক্রমণ চালাচ্ছে দুইপক্ষই। প্রতিপক্ষকে হারাতে প্রতিনিয়তই নতুন নতুন কৌশল অবলম্বন করছে সেনারা। বেশ কয়েকটি অঞলে রাশিয়ার কাছ থেকে ভূখন্ড পুনঃরুদ্ধার করতে সফল হয়েছে ইউক্রেন। কিন্ত সেসব অঞ্চলে পেতে রাখা বিষ্ফোরণে প্রাণ যাচ্ছে অনেক ইউক্রেনীয় সেনার।

রুশ বাহিনী মৃত সেনাদের মরদেহের সাথে বেঁধেও অ্যান্টি পারসোনাল মাইনের ফাঁদ পেতে রেখেছে তারা। সেই মৃতদেহ সরাতে গেলেই ঘটছে বিষ্ফোরণের ঘটনা। প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে উদ্ধারকারী দলের অনেক সদস্যরা। এই কারণেই অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে ইউক্রেনের পাল্টা আক্রমণ।

নিহত সেনাদের শরীরে মাইন সেট করে রাখছে রুশ বাহিনী। কোনো কম্যান্ড পোস্ট ছেড়ে গেলেই তারা তেমনটি করে যাতে আহত সেনাকে চিকিৎসা দিতে কিংবা মরদেহ সরাতে গেলেই বিষ্ফোরণ ঘটে। এসব বিষ্ফোরণ সরাতে গিয়ে প্রতিদিন গড়ে ১ জন হতাহত হচ্ছে। এধরনের প্রাণের ঝুঁকি যখন সঙ্গে তখনই ইউক্রেন বাহিনী ব্যবহার শুরু করল স্পাইডার বুট নামে বিশেষ ধরনের জুতোর।

কানাডার এক কোম্পানির সহযোগিতায় ইউক্রেনে এই জুতো উৎপাদন শুরু হয়েছে। এর নীচে চারটি ধাতব স্পাইডারগুলি মূলত অ্যান্টি পারসোনাল সুরক্ষা প্রদান করে। এটি পায়ে লাগিয়ে মাইন উদ্ধার অনেক বেশি নিরাপদ। এই জুতো ব্যবহার করে সেনারা অনেক বেশি ফল পেয়েছে বলে জানা যায়। একজন সেনাকর্তা বলেন, “আমি প্রথমে মুভি থেকে লোহার জুতো তৈরির পরিকল্পনা করি। তবে তারা তা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে কানাডার প্রতিষ্ঠানটি থেকে এই ধাতব জুতোর ভাবনা নিতে বলেন।”

খুব শীঘ্রই সেনাদের কাছে স্পাইডার বুট সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ইউক্রেনীয় সেনাকর্তা। এতে দ্রুত সময়ের মধ্যে ‌মাইন অপসারণ এবং পাল্টা আক্রমণের প্রস্ততি নিতে সহায়ক হবে বলে আশা ইউক্রেনীয় সেনাবাহিনীর।