Bhutan: ভোট লুঠ পাঁচিলের ওদিকে ভারতে হয়, ভুটানে নয়, সীমান্ত বন্ধ হচ্ছে

একপাশে ছোট্ট নালা। মাঝে বুক সমান পাঁচিল। এটাই সীমান্ত। তবে পাঁচিলের এদিক ওদিক আসমান-জমিন পার্থক্য। ওদিকে ড্রাগনভূমি তথা বজ্রড্রাগনের দেশ ভুটান (Bhutan) আর এদিকে ভারত।…

Bhutan: ভোট লুঠ পাঁচিলের ওদিকে ভারতে হয়, ভুটানে নয়, সীমান্ত বন্ধ হচ্ছে

একপাশে ছোট্ট নালা। মাঝে বুক সমান পাঁচিল। এটাই সীমান্ত। তবে পাঁচিলের এদিক ওদিক আসমান-জমিন পার্থক্য। ওদিকে ড্রাগনভূমি তথা বজ্রড্রাগনের দেশ ভুটান (Bhutan) আর এদিকে ভারত। প্রতিবেশি দেশটিতে নির্বাচন হতে চলেছে তা এপারে সীমান্ত অঞ্চল ছাড়া আলোচিত হয়না। নীরবে ভোট হয় ভুটানে। সীমান্তপারের ভারতের এলাকাবাসী বলেন, ভোট লুঠ তো ওদেশে হয়না। এদেশে হয়।

বিবিসি’র খবর জাতীয় নির্বাচন হবে ভুটানে। বন্ধ হয়ে যাচ্ছে ভারতের সাথে সব সীমান্ত ফটকগুলি। পরমাণু শক্তিধর দুটি দেশ চিন আর ভারতের মাঝে স্যাল্ডু়ইচ হয়ে থাকা ভুটানের ভোটে দুই প্রতিবেশি দেশের সরকার তীক্ষ্ণ নজর রেখেছে।

ভুটানের আসন্ন জাতীয় নির্বাচনের (National Assembly elections) প্রাথমিক রাউন্ডের পরিপ্রেক্ষিতে ভারত লাগোয়া দক্ষিণ ভুটান বরাবর আন্তর্জাতিক সীমান্ত গেটগুলি আগামী ২৯ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ৬ টা থেকে ৩০ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে। এই বিষয়ে, সাধারণ জনগণকে নির্বাচন অনুযায়ী ভ্রমণের পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয়েছে এবং উপরে উল্লিখিত সময়কালে আন্তর্জাতিক সীমান্ত গেট দিয়ে ভ্রমণ করা থেকে বিরত থাকতেও বলা হয়েছে।

Bhutan: ভোট লুঠ পাঁচিলের ওদিকে ভারতে হয়, ভুটানে নয়, সীমান্ত বন্ধ হচ্ছে

মাসের শুরুর দিকে, ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক । নির্বাচনের তত্ত্বাবধানের জন্য ৯ সদস্যের একটি অন্তর্বর্তী সরকার নিয়োগ করেছেন। অন্তর্বর্তী সরকার প্রধান বিচারপতি চোগিয়াল দাগো রিগডজিনের নেতৃত্বে থাকবে এবং “নির্বাচন কমিশনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম করবে”, রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুকের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়েছে।

Advertisements

ভুটানে ২০০৮ সালে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চতুর্থবারের মতো অবাধ ভোট অনুষ্ঠিত হতে চলেছে। তবে ভুটান একটি রাজা নিয়ন্ত্রিত গণতান্ত্রিক দেশ বলে চিহ্নিত। চিন ও ভারতের মাঝে থাকা দেশে 800,000 এরও কম লোকের বসবাস।

ভুটানের লাগোয়া ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ ও অসম। ভুটানের সাথে সড়কপথে পশ্চিমবঙ্গ ও অসমের যোগাযোগ বেশি।