Sourav Ganguly: রাজ্যে ইস্পাত কারখানা গড়বেন সৌরভ, স্পেনে মমতার সফরে চমকদার ঘোষণা

বাইশ গজের দুনিয়া ছেড়ে এবার শিল্পপতি হতে চলেছেন সৌরভ গাঙ্গুলী। স্পেনে গিয়ে তিনি (Sourav Ganguly) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে অংশ নিয়ে ইস্পাত শিল্প গড়ার কথা…

Sourav Ganguly

বাইশ গজের দুনিয়া ছেড়ে এবার শিল্পপতি হতে চলেছেন সৌরভ গাঙ্গুলী। স্পেনে গিয়ে তিনি (Sourav Ganguly) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে অংশ নিয়ে ইস্পাত শিল্প গড়ার কথা জানালেন। স্পেনের রাজধানী মাদ্রিদে শিল্প সম্মেলনের মঞ্চ থেকে সৌরভ জানিয়ে দিলেন, এবার তিনি কারখানা তৈরি করবেন বাংলায়। ইস্পাত কারখানা তৈরি হবে মেদিনীপুরে।

ভারতীয় ক্রিকেট অধিনায়ক থেকে বিসিসিআই কর্মকর্তা হয়ে এখন শিল্পপতি হওয়ার দৌড়ে সৌরভ। তিনি বিশিষ্ট ব্যবসায়ী চন্ডী গাঙ্গুলীর পুত্র। তবে সৌরভ ইস্পাত কারখানা গড়তে চলেছেন তা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে বাণিজ্য ও শিল্প মহলে। তিনি সরাসরি ইস্পাত শিল্পে নামছেন। 

বিদেশের শিল্প সম্মেলনের মঞ্চে সৌরভ বলেন, কেন বাংলায় লগ্নি করা উচিত? তিনি জানান, বাংলা রাজনৈতিক দিক থেকে স্থিতিশীল, ব্যবসার জন্য সবরকম সাহায্য করে সরকার, রয়েছে ল্যান্ডব্যাঙ্ক এবং এখানে দ্রুত সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই কারণেই মেদিনীপুরে ইস্পাত কারখানা করবেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে নতুন লগ্নিকারীদের স্বাগত জানিয়ে আশ্বস্ত করতে সৌরভ বলেন, বাংলার মুখ্যমন্ত্রী যে কোনও পদক্ষেপে সাহায্য করেন। ফলে লগ্নিকারীরা নিশ্চিন্তে লগ্নি করতে পারেন। শিল্প সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সৌরভ বলেছেন, “আমি সারা জীবন একজন খেলোয়াড়। তবে আমি ব্যবসায়ী পরিবারের সন্তান। বর্তমান সময়ে আমি বাংলার তরুণ প্রজন্মকে দেখতে পাচ্ছি। আপনারা আমাদের রাজ্যে লগ্নি করলে যুব প্রজন্মের উন্নয়ন হবে।”

শুক্রবার মাদ্রিদে বাংলার বাণিজ্যিক সম্মেলনে স্পেনের ব্যবসায়ী সংগঠনের ৭২ জন প্রতিনিধিদের সামনে পশ্চিমবঙ্গে ব্যবসার জন্য ল্যান্ড ব্যাঙ্কের সুবিধা উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। লগ্নির জন্য স্পেনের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আহ্বান, বাংলায় আসুন, শিল্প গড়ুন। জমির কোনও সমস্যা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনের শিল্পপতিদের বলেন ‘আপনারা আমাদের আতিথেয়তার সুযোগ দিন। গণতন্ত্র আমাদের শক্তি। অনেক রাজনৈতিক দল থাকতে পারে, তবে বৈচিত্রের মধ্যে ঐক্য আছে। অনেকে মনে করেন না ঠিকই, কিন্তু বাংলা শিল্পের প্রতি যত্নশীল’।

প্রসঙ্গত, স্পেনের শিল্পপতিদের বাংলায় লগ্নির আহ্বান জানানোর জন্য মুখ্যমন্ত্রী বেছে নেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চকে। মাদ্রিদে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে রাখলেন, ‘আগামী ২১, ২২ ও ২৩ নভেম্বর বসবে বিজিসিএসের আসর।’ বাংলায় শিল্পবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সব ধর্ম, সম্প্রদায়কে ভালবাসি। দুর্গাপুজো থেকে ক্রিসমাস, সমস্ত উৎসব সমারোহের সঙ্গে উদযাপন করা হয়’।

উল্লেখ্য, এদিনই স্পেনের ফুটবল লিগ লা লিগার সঙ্গে রাজ্য সরকারের সাক্ষর হয়েছে। রাজ্যে ফুটবলের অ্যাকাডেমি গঠন ও সেখানে টেকনিক্যাল সাপোর্ট দেবে  লা লিগা। বাংলায় স্পেনের শিল্পপতিদের আহ্বান জানানোর পাশাপাশি বাংলায় কোন কোন ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে, সে সম্পর্কে তাঁদের ইঙ্গিতও দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলায় শিল্পবান্ধব পরিবেশ আছে। শিক্ষা-সংস্কৃতি-চলচ্চিত্র-পর্যটন, বিভিন্ন ক্ষেত্রে বাংলায় বিনিয়োগের সম্ভাবনা আছে’।