Sitrang Cyclone: জন্ম নিচ্ছে ‘সিত্রাং’, কোন দিকে আসবে চলছে গবেষণা

কমবেশি ১৫০ কিলোমিটার বেগে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। আবহাওয়া বিভাগের নজর তীক্ষ্ণ। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী পরিস্থিতি ঘূর্ণিঝড়ের আশংকা জারি হয়েছে। সিত্রাং (Sitrang Cyclone) ঝড়ের নাম রেখেছে থাইল্যান্ড।

Advertisements

আবহাওয়া দফতর জানিয়েছে মার্চ  মাসের শেষে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় হামলা করতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। 

আবহাওয়া বিভাগের ধারণা, ইন্দোনেশিয়ার বান্দা আচে উপকূলের  ভারত মহাসাগর এবং মালাক্কা প্রণালীর সংযোগস্থলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত পরে শক্তি সঞ্চয় করে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এরপর এই ঘূর্ণিঝড় আন্দামান সাগর অতিক্রম করে বঙ্গোপসাগরের উপর দিয়ে যেতে যেতে আঘাত হানতে পারে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ওডিশা উপকূলে

Advertisements

এখনই ঝড়ের গতিপথ বলা যাবে না। ভারত, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ তাপমাত্রা ও হাওয়ার গতিপথ বিশ্লেষণ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, সিত্রাংয়ের মুখ আন্দামান সাগর থেকে ভারত ও বাংলাদেশ যে কোনও দিকে ঘুরতে পারে।