Facebook: হুড়মুড়িয়ে ফলোয়ার পতন ফেসবুকে, বিশ্বজোড়া চাঞ্চল্য

বাদ পড়েননি ফেসবুকের (Facebook) প্রতিষ্ঠাতা খোদ জাকারবার্গ। তাঁর ফলোয়ার সংখ্যায় ধস নেমেছে। একের পর এক বিশ্ববিখ্যাত সংস্থার ফেসবুক পেজে নেমেছে ফলোয়ার ধস। বিশ্বজোড়া চাঞ্চল্য। বুধবার…

বাদ পড়েননি ফেসবুকের (Facebook) প্রতিষ্ঠাতা খোদ জাকারবার্গ। তাঁর ফলোয়ার সংখ্যায় ধস নেমেছে। একের পর এক বিশ্ববিখ্যাত সংস্থার ফেসবুক পেজে নেমেছে ফলোয়ার ধস। বিশ্বজোড়া চাঞ্চল্য।

  • বুধবার ফেসবুক ব্যবহারকারীদের মাথায় বজ্রাঘাত।
  • লাখ লাখ ফলোয়ার যাদের ছিল তাদের ক্ষেত্রে সংখ্যাটা ১০ হাজারের নিচে নেমেছে।
  • যাদের ফলোয়ার পাঁচ হাজার ছিল তাদেরও কমেছে ।

কী কারণে ফলোয়ার ধস তা নিয়ে নীরব ফেসবুক তথা মেটা। কেউ বনছেন ক্রুটি। কেউ  বলছেন ফেসবুক ফেক বা পেইড ফলোয়ার কামাতে সাঁড়াশি অভিযান চালিয়েছে। 

নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, নিউজইউক, বিবিসি, রয়টার্স সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে রেকর্ডসংখ্যক ফলোয়ার পতন। বিশ্বজোড়া বাণিজ্যিক ও ব্যবসায়ী সংস্থাগুলিতেও পতন দেখা যাচ্ছে।

ফেসবুকের মতো সামাজিক গণমাধ্যমে এমন ধসের জেরে আলোচনা এবার কি দিন ফুরিয়ে আসছে এই বিশ্ববিখ্যাত যোগাযোগ মাধ্যমের। বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন। এটি এখন যোগাযোগের অন্যতম সেরা সামাজিক মাধ্যম।