Monday, December 8, 2025
HomeWorldSaudi Arabia: মক্কা-মদিনায় লাল সতর্কতা জারি, কেন এমন পরিস্থিতি?

Saudi Arabia: মক্কা-মদিনায় লাল সতর্কতা জারি, কেন এমন পরিস্থিতি?

- Advertisement -

পরিস্থিতি বিপজ্জনক। মক্কা ও মদিনা জুড়ে লাল সতর্কতা জারি হয়েছে। এই দুই ধর্মীয় শহরে এমন সতর্কতা জারির পর বিশ্বজুড়েও চাঞ্চল্য। ইসলাম অনুসারিদের কাছে দুটি শহর শীর্ষ ধর্মীয় পীঠস্থান। প্রতি বছর লাখ লাখ মুসলিম তাদের ধর্মীয় রীতি পালনের জন্য বিপুল খরচ করে সৌদি আরবের (saudi arabia) মক্কা ও মদিনা দর্শন করতে যান।

Arab News জানিয়েছে, দুর্যোগের কারণে মক্কা ও মদিনার বড় অংশ জলের তলায় চলে যাচ্ছে। বন্যার কারণে জারি হয়েছে লাল সতর্কতা।

   

BBC জানিয়েছে, বন্যার কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াধ, মধ্যাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির এবং জাজানে। জনগণের উদ্দেশে সতর্ক থাকার আহ্বানও জানিয়ে বলা হয়েছে, তারা যেন সরকারে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করেন। অনেক এলাকায় বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে উল্লেখ করা হয়েছে।

Al Arabia জানিয়েছে, সৌদি আরবে গত কয়েক দিনের ভারী বৃষ্টির জেরে ব্যাপক বন্যা শুরু হয়েছে । বন্যার কারণে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

Al jazeera জানিয়েছে, মক্কা ও মদিনার অবস্থান সৌদি আরবের পশ্চিমাঞ্চলে। বন্যায় আরবের পূর্বাঞ্চলও ডুবে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়। তাতে দেখা গেছে, পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। এছাড়া বিভিন্ন ভবনের একতলার প্রায় অর্ধেক ডুবে গেছে। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে  আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular