Queen Elizabeth II: রানি এলিজাবেথের সম্বল ‘সাড়ে তিন হাত জমি’

ব্রিটেন জুড়ে ঝলমলে আকাশ৷ তবুও যেন শোকের কালো চাদর রাজার দেশকে চাদরে মুড়ে রেখেছে৷ বিশ্বের রাষ্ট্রনেতারা উপস্থিত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথকে (Queen Elizabeth II) শেষ…

ব্রিটেন জুড়ে ঝলমলে আকাশ৷ তবুও যেন শোকের কালো চাদর রাজার দেশকে চাদরে মুড়ে রেখেছে৷ বিশ্বের রাষ্ট্রনেতারা উপস্থিত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথকে (Queen Elizabeth II) শেষ শ্রদ্ধা জানাতে৷ লন্ডন (London) জুড়ে কড়া নিরাপত্তা।

   

দীর্ঘ ৭০ বছর ধরে রাজত্ব করে ‘দ্য লংগেস্ট মোনার্কের সম্মান পেয়েছিলেন এলিজাবেথ আলেকজান্ড্রা মেরি। ১৯৪৭ সালে তিনি গ্রিক ও ডেনমার্কের প্রাক্তন রাজপুত্র ডিউক অফ এডিনবরা ফিলিপকে বিয়ে করেন তিনি। সেই ফিলিপের পাশেই শায়িত দ্বিতীয় এলিজাবেথের দেহ।

তাঁর শেষযাত্রায় উপস্থিত দ্রৌপদী মুর্মু, জো বাইডেন, ইমানুয়েল ম্যাক্রন, জাস্টিন ট্রুডো, শহবাজ শরিফ, শেখ হাসিনা, সহ বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা।

Queen Elizabeth coffin

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে থাকাকালীন মৃত্যু হয়েছিল রানি এলিজাবেথের। ওয়েস্ট মিনিস্টার অ্যাবে থেকে রানির দেহ লন্ডন সফর করেছে সারা দিন। সেখানে রানিকে রাজকীয় শেষ সম্মান দেন আম জনতা৷ এলিজাবেথ এখন অতীত। ব্রিটেনের সিংহাসনে বসবেন তাঁর পুত্র তৃতীয়বার চার্লস।