Pakistan: ইমরান খানের সমর্থকদের মারে কাবু পুলিশ, নামল আধাসেনা

রাতভর মার খেয়ে বেলা গড়াতে হাল ছাড়ল পাক পুলিশ। এখনও গ্রেফতার করা যায়নি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে (বুধবার বেলা ১১টা পর্যন্ত)। Pakistan  পুলিশ হাল ছাড়ার পর এবার লাহোরের অবরুদ্ধ জামান পার্ক ঘিরছে আধা সেনা।

রাতভর মার খেয়ে বেলা গড়াতে হাল ছাড়ল পাক পুলিশ। এখনও গ্রেফতার করা যায়নি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে (বুধবার বেলা ১১টা পর্যন্ত)। Pakistan  পুলিশ হাল ছাড়ার পর এবার লাহোরের অবরুদ্ধ জামান পার্ক ঘিরছে আধা সেনা।

রাতভর মার খেয়ে বেলা গড়াতে হাল ছাড়ল পাক পুলিশ। এখনও গ্রেফতার করা যায়নি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে (বুধবার বেলা ১১টা পর্যন্ত)। Pakistan  পুলিশ হাল ছাড়ার পর এবার লাহোরের অবরুদ্ধ জামান পার্ক ঘিরছে আধা সেনা। অন্যদিকে ইমরান খানের দল তেহরিক ই ইনসাফের সমর্থকরা তৈরি পাঞ্জাব রেঞ্জার্সেে সাথে লড়াই করতে। খোদ ইমরান খান দেশবাসীর কাছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে আহ্বান জানান।

pakistan-fire

   

লাহোরে ইমরান খানের সমর্থকদের হাতে মার খেয়ে কমপক্ষে ৩০ জন পুলিশ আধিকারিক জখম। পুলিশ কার্যত হাল ছেড়ে দিয়েছে। লাহোরের পাশাপাশি করাচি, কোয়েটা, ইসলামাবাদ, পেশোয়ার সহ দেশটির সর্বত্র চলছে গণবিক্ষোভ।  লাহোরের জামান পার্কে ইমরান খানের বাড়ি ঘিরে রেখেছেন সমর্থকরা।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দুটি মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷ সরকারি উপহার কোষাগারে না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। এই মামলায় আদালতে হাজির না হওয়ায় এবং গত বছর জনসভায় মহিলা বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।