চিন থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে মাঝ আকাশে চরম আতঙ্ক ছড়াল এক যাত্রীবাহী বিমানে। যাত্রীর ব্যাগে থাকা পাওয়ার ব্যাঙ্কের লিথিয়াম ব্যাটারি বিস্ফোরণে বিমানের কেবিনে আগুন (Fire Incident) ধরে যায় এবং মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় পুরো বিমান। প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও, আতঙ্কে কেঁপে ওঠেন যাত্রীরা।
ঘটনাটি ঘটেছে এয়ার চায়নার একটি ফ্লাইটে (CA139), চিনের হ্যাংজু থেকে দক্ষিণ কোরিয়ার সোলের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৯টা ৪৭ মিনিটে ছাড়ার পর প্রায় আড়াই ঘণ্টার মধ্যেই, এক যাত্রীর ওভারহেড কেবিনে রাখা ব্যাগ থেকে হঠাৎ বিকট শব্দ হয় এবং আগুন জ্বলে ওঠে। পরে জানা যায়, ব্যাগটিতে রাখা একটি পাওয়ার ব্যাঙ্কের লিথিয়াম ব্যাটারি বিস্ফোরিত হয়েছিল।
কেরালা ব্লাস্টার্স এখন অতীত, এবার দিল্লির দায়িত্বে টর্চজ
আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিমানের কর্মীরা দ্রুত পদক্ষেপ নেন। দু’জন বিমানসেবিকা অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভান। যাত্রীদের আসন ছেড়ে উঠতে না দেওয়া হয়, যাতে বিশৃঙ্খলা না ছড়ায়। প্রায় ১৬০ জন যাত্রী ও বিমানকর্মীদের নিয়ে বিমানটি নিরাপদেই জরুরি অবতরণ করে শাংহাইয়ের পুদং আন্তর্জাতিক বিমানবন্দরে। কেউ আহত না হলেও এহেন দুর্ঘটনা ফের প্রশ্ন তুলছে, বিমানে লিথিয়াম ব্যাটারিযুক্ত যন্ত্রপাতি কতটা নিরাপদ?
বিমানের এক যাত্রী জানান, হঠাৎ এক বিকট শব্দের পর আগুন দেখা যায় এবং ধোঁয়ায় ঢেকে যায় পুরো কেবিন। ওই যাত্রীর ব্যাগের ঠিক নিচের আসনেই যাত্রীরা বসে ছিলেন। অল্পের জন্য প্রাণে বাঁচেন তাঁরা।
বিমান সংস্থা জানিয়েছে, আগুন লাগার কারণ পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ। তবে কীভাবে সেটি তল্লাশিতে ধরা পড়েনি, তা নিয়ে তদন্ত চলছে। চিনে ২০২৫ সালের জুন মাস থেকে সেফটি মার্কিং না থাকা পাওয়ার ব্যাঙ্ক বিমানে আনা নিষিদ্ধ করা হয়েছে।
WHY ARE LITHIUM BATTERY FIRES COMMON IN THIS REGION?
Air China A321 (B-8583) en route from Hangzhou to Seoul was forced to divert to Shanghai after a lithium battery in a passenger’s luggage went into thermal runaway, sparking a fire in an overhead bin mid-flight.Cabin crew… pic.twitter.com/GFcFpOr40D
— Turbine Traveller (@Turbinetraveler) October 18, 2025