ইসলামাবাদ: পহেলগাঁও জঙ্গি হামলার রেশ কাটেনি এখনও। তার মধ্যেই নতুন করে উত্তেজনার পারদ চড়াল পাকিস্তান। শনিবার ইসলামাবাদ দাবি করল, মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে তারা। নাম ‘আবদালি’। সেনার ‘সিন্ধু’ মহড়ার অঙ্গ হিসেবে উৎক্ষেপণ হয়েছে মিসাইলটি, যার পাল্লা প্রায় ৪৫০ কিমি।
পাক সরকারের দাবি, সেনার প্রস্তুতি যাচাই এবং প্রযুক্তিগত ক্ষমতা খতিয়ে দেখতেই এই পরীক্ষা। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সামরিক শীর্ষকর্তারা সেনার উপর ‘পূর্ণ আস্থা’ প্রকাশ করেছেন বলেও জানানো হয়েছে। যদিও, মিসাইলটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কি না, তা স্পষ্ট করা হয়নি।
ভারতের প্রতিক্রিয়া স্পষ্ট
এই পরীক্ষাকে ‘চূড়ান্ত উস্কানি’ বলে মনে করছে দিল্লি। সূত্রের খবর, সীমান্তে উত্তেজনা বাড়ানোর জন্যই এই ধরণের পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ।
প্রসঙ্গত, এপ্রিলের ২২ তারিখ জম্মু-কাশ্মীরের বৈসরানে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। হামলার দায় স্বীকার করে পাকিস্তানঘনিষ্ঠ লস্কর-ই-তইবা-র সঙ্গে যুক্ত একটি গোষ্ঠী। তার পর থেকেই একাধিক কড়া পদক্ষেপ নেয় ভারত—সিন্ধু জলচুক্তি বাতিল, পাকিস্তানি নাগরিকদের ভিসা রদ, আমদানি নিষেধাজ্ঞা, এমনকি পাকিস্তানি পতাকাবাহী জাহাজের ভারতীয় জলসীমায় প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন Pakistan tests Abdali missile
এর মধ্যেই সীমান্তে টানা ন’দিন ধরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। পরিস্থিতি ঘোলাটে করার প্রচেষ্টার অংশ হিসেবেই ইসলামাবাদের এই মিসাইল উৎক্ষেপণ বলেই মনে করছে দিল্লি।
উল্লেখ্য, পাক তথ্যমন্ত্রী আতা উল্লাহ তারা ও প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি একাধিকবার দাবি করেছেন, ভারত “৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে” অথবা “২-৩ দিনের মধ্যেই কিছু হতে পারে।” যদিও সেই দাবিগুলোর বাস্তবায়ন দেখা যায়নি, কিন্তু এমন মন্তব্যকেও দিল্লি মনে করছে “মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ”।
World: Pakistan tests ‘Abdali’ ballistic missile amid rising India tensions after the Pahalgam attack. India views the launch as a provocation following its strong retaliatory measures. Get the latest on the escalating situation.