অপারেশন ‘সিঁদুর’-এ করাচি ছেড়ে পালিয়েছিল পাক নৌবাহিনী, স্যাটেলাইট ছবিতে স্পষ্ট প্রমাণ

নয়াদিল্লি: ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের পশ্চাদপসরণের স্পষ্ট প্রমাণ মিলল স্যাটেলাইট চিত্রে। এই প্রথমবার প্রকাশ্যে এসেছে এমন ছবি, যেখানে পাকিস্তান নৌসেনার একাধিক যুদ্ধজাহাজ…

Pakistan Navy retreat

নয়াদিল্লি: ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের পশ্চাদপসরণের স্পষ্ট প্রমাণ মিলল স্যাটেলাইট চিত্রে। এই প্রথমবার প্রকাশ্যে এসেছে এমন ছবি, যেখানে পাকিস্তান নৌসেনার একাধিক যুদ্ধজাহাজ করাচির সামরিক ঘাঁটি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে ধরা পড়েছে। দীর্ঘদিন ধরে ইসলামাবাদ প্রচার করে এসেছে যে তারা দিল্লির পদক্ষেপের জবাবে শক্ত প্রতিঘাত দিয়েছে। কিন্তু এই অদেখা ছবি উল্টে দিল সেই বয়ান।

করাচির নৌঘাঁটির মূল জেটিগুলি ছিল ফাঁকা

৮ মে, ভারত পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের সন্ত্রাস শিবিরে নির্ভুল আঘাত হানার পরদিনই ধরা পড়ে অভূতপূর্ব চিত্র। করাচির নৌঘাঁটির মূল জেটিগুলি ফাঁকা, যুদ্ধজাহাজগুলো গাদাগাদি করে রাখা হয়েছে শহরের বাণিজ্যিক কার্গো টার্মিনালে। তিনটি একসঙ্গে, আরেকটি আলাদা করে—যেন সামরিক শক্তি নয়, বরং নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা আশ্রয় নিয়েছে বেসামরিক বন্দরে।

   

যুদ্ধজাহাজগুলি সরানো হয় গবাদার বন্দরে Pakistan Navy retreat

এরপর ১০ মে ধরা পড়া ছবিতে স্পষ্ট হয় পাকিস্তানের প্রকৃত অবস্থান। অন্তত সাতটি যুদ্ধজাহাজ সরে গিয়েছে গবাদার বন্দরে, যা করাচি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে, ইরান সীমান্ত সংলগ্ন অঞ্চলে। এদের মধ্যে ছিল চীনে নির্মিত এক জুলফিকার-ক্লাস ফ্রিগেট, পাকিস্তানের হাতে যার সংখ্যা মাত্র চারটি। মাত্র কয়েক মাস আগে ইসলামাবাদ যে ফ্রিগেটকে শক্তি-প্রদর্শনের প্রতীক বানিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রচার করেছিল, সংঘাতের সময় সেই জাহাজকেই পিছনে সরাতে হয়েছে।

কেন এই পদেক্ষেপ?

এই অস্বাভাবিক অবস্থান একাধিক প্রশ্ন তুলছে। কেন পাকিস্তানের সামুদ্রিক যুদ্ধজাহাজকে সরানো হল নির্ধারিত ঘাঁটি থেকে এতদূরে? সামরিক বিশেষজ্ঞদের মতে, ভারতের নৌ-কৌশলের সামনে ইসলামাবাদ কার্যত প্রতিরক্ষামূলক ভঙ্গিতে নেমে এসেছিল। যাকে তারা বাহাদুরির বয়ান বলে তুলে ধরেছিল, বাস্তবে তা ছিল পশ্চাদপসরণ।

Advertisements

ভারতের কূটনৈতিক বার্তাও এখানে স্পষ্ট—অভিযান শুধু সীমান্তেই সীমাবদ্ধ ছিল না, বরং প্রতিপক্ষের মানসিকতা ও যুদ্ধ-প্রস্তুতিতেও আঘাত হেনেছিল। ফলে অপারেশন সিন্ধুর শুধু সামরিক সাফল্য নয়, পাকিস্তানের ‘দৃঢ় প্রতিরোধ’-এর বয়ানকেও ইতিহাসের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলল।

World: New satellite images offer clear proof of Pakistan’s naval retreat during India’s ‘Operation Sindoor’. The images show multiple warships moved from the Karachi naval base to the civilian port in Gwadar, contradicting Islamabad’s public claims of strong retaliation.