পাকিস্তানে ইন্টারনেট বিপর্যস্ত, হ্যাকিং নিয়ে ভারতের দিকে আঙুল ইসলামাবাদের

আচমকা ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বেকায়দায় পাকিস্তান। বিগত কয়েক দিন ইন্টারনেটের প্রবল গোলমালের জেরে নাজেহাল সীমান্তপারের মানুষ। পাকিস্তানে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় মানুষের মধ্যে…

Pakistan internet blocked and slow hit daily life and blames india

আচমকা ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বেকায়দায় পাকিস্তান। বিগত কয়েক দিন ইন্টারনেটের প্রবল গোলমালের জেরে নাজেহাল সীমান্তপারের মানুষ। পাকিস্তানে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। হ্যাকিংয়ের অভিযোগে আঙুল তোলা হয়েছে ভারতের দিকেও।

জেড ক্যাটাগরি নিরাপত্তার আড়ালে গুপ্তচরবৃত্তি, কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক পাওয়ার

   

ইন্টারনেটের সমস্যার কারণে মোবাইল ও কম্পিউটার চালাতেও মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে সেদেশের সাধারণ মানুষকে। বহু গুরুত্বপূর্ণ দফতরের ওয়েবসাইট খুলছে না। ফলে বিঘ্নিত হচ্ছে বিভিন্ন দফতরের কাজ। 

হোয়াট্‌সঅ্যাপের মাধ্যমে ছবি বা ভয়েস নোট পাঠাতে এবং ডাউনলোড করাও যাচ্ছে না বলে দাবি ইন্টারনেট ইউজারদের। 
ইন্টারনেট বিঘ্নিত হওয়ার কারণে পাকিস্তানের ব্যবসা-বাণিজ্যও ক্ষতির মুখ দেখছে। আরও চাপে পড়েছে পাকিস্তানের অর্থনীতি। পাক টেলিকম সেক্টর ইতিমধ্যেই কোটি কোটি টাকার ক্ষতির মুখ দেখে ফেলেছে।

স্কুলের প্রতিবাদ কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন রাজ্য, কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ

আর এই ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তানের দাবি, ইন্টারনেটে নজরদারি চালাতেই ফায়ারওয়াল লাগিয়েছে পাক সেনা। যার কারণেই ইন্টারনেট পরিষেবার গতি ধীর হয়ে গিয়েছে। ইমরান খানের দল পিটিআইয়ের মতে, বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই ইন্টারনেট কারচুপি করছে পাকসেনা। আবার কারও দাবি বাংলাদেশের বিক্ষোভ দেখেই এমন শিক্ষা নিয়েছে পাকিস্তান সরকার।

সিপিএমের ইস্তেহারে ‘ফাঁসি’ ইস্যুতে বামেদের কটাক্ষ কুনালের

অন্যদিকে, গত ১৫ অগস্ট ইন্টারনেট নিয়ে ভারতীয় সক্রিয়তা বেড়ে যায়। ওই দিন ভারতের তরফে পাকিস্তানের বিভিন্ন ওয়েবসাইট এবং ইন্টারনেট পরিষেবা ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ ইমরানের দলের। তবে এই বিষয় মুখ খোলেনি নয়াদিল্লি।