রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মাসুদ আজহারের পরিবারের, জইশ কমান্ডারের বিস্ফোরক দাবি

পাকিস্তানের সেনা নেতৃত্ব সরাসরি জঙ্গিদের পাশে দাঁড়িয়েছিল, এমনই বিস্ফোরক দাবি করলেন জইশ-ই-মহম্মদের শীর্ষ কমান্ডার মৌলানা মুফতি মুহাম্মদ মাসুদ ইলিয়াস কাশ্মীরি। খাইবার পাখতুনখোয়ার গাড়ি হাবিবুল্লাহ-র সেন্ট্রাল…

pakistan army honoured masood azhar family

পাকিস্তানের সেনা নেতৃত্ব সরাসরি জঙ্গিদের পাশে দাঁড়িয়েছিল, এমনই বিস্ফোরক দাবি করলেন জইশ-ই-মহম্মদের শীর্ষ কমান্ডার মৌলানা মুফতি মুহাম্মদ মাসুদ ইলিয়াস কাশ্মীরি। খাইবার পাখতুনখোয়ার গাড়ি হাবিবুল্লাহ-র সেন্ট্রাল ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত ৩৮তম বার্ষিক মিশন মুস্তফা সম্মেলনে রবিবার তিনি প্রকাশ্যে জানান, ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তান সেনা প্রধান জেনারেল আসিম মুনির নিজে নির্দেশ দেন যাতে মাসুদ আজহারের নিহত আত্মীয়দের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়। শুধু তাই নয়, কোর কম্যান্ডারদের সেখানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল৷ কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত পাহারা দিয়েছিল পাকিস্তান বিমানবাহিনী।

সন্ত্রাসবিরোধী অবস্থান চূর্ণ

কাশ্মীরির বক্তব্য, পাকিস্তান সেনা বহুদিন ধরেই জইশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে এবং আজ তারা সরাসরি “জিহাদি মতাদর্শের ছাতার নিচে” এসে পড়েছে। তাঁর এই মন্তব্য পাকিস্তানের তথাকথিত সন্ত্রাসবিরোধী অবস্থানকে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছে৷

   

ভারত বহুদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছে যে ইসলামাবাদ জইশ, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনকে মদত জুগিয়ে এসেছে। কিন্তু পাকিস্তান বরাবরই সেই অভিযোগ অস্বীকার করেছে। এবার জইশ কমান্ডারের মুখেই যখন এমন তথ্য প্রকাশ্যে আসছে, তখন আন্তর্জাতিক মঞ্চে ইসলামাবাদের ভণ্ডামি ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

অপারেশন সিঁদুরের প্রেক্ষাপট pakistan army honoured masood azhar family

গত ৭ মে ভোররাতে বহুল আলোচিত অপারেশন সিঁদুর চালায় ভারত। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-এ ২৬ জন পর্যটকের হত্যাকাণ্ডের বদলা নিতে ভারতীয় সেনা ও বিমানবাহিনী একযোগে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের গভীরে ঢুকে হামলা চালায়। নয়টি বড় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়, যার মধ্যে ছিল জইশ, লস্কর ও হিজবুলের শিবির। 

Advertisements

 জইশ কমান্ডারের সাম্প্রতিক স্বীকারোক্তি প্রমাণ করছে, ইসলামাবাদ শুধু মদতই দেয়নি, রাষ্ট্রীয় সম্মান আর সামরিক সহায়তায় জঙ্গিদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এর প্রভাব যে গভীর হবে, তা নিয়ে বিশেষজ্ঞ মহল নিশ্চিত।

World: In a shocking claim, Jaish-e-Mohammed commander Mufti Muhammad Masood Ilyas Kashmiri revealed that Pakistan’s army chief, Gen. Asim Munir, provided state honors to slain JeM terrorists. The revelation exposes Islamabad’s alleged support for terror groups and contradicts its anti-terrorism stance.