Pakistan Announces Privatisation: দেনায় ডুবে বাঁচার প্রাণপাত চেষ্টা পাকিস্তানের, সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ

আর্থিক সংকট থেকে বাঁচতে (Pakistan Announces Privatisation) রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণ করল পাকিস্তান সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মঙ্গলবার কিছু গুরুত্বপূর্ণ সংস্থা বাদে বাকি সমস্ত রাষ্ট্রীয়…

Shehbaz-Sharif

short-samachar

আর্থিক সংকট থেকে বাঁচতে (Pakistan Announces Privatisation) রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণ করল পাকিস্তান সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মঙ্গলবার কিছু গুরুত্বপূর্ণ সংস্থা বাদে বাকি সমস্ত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের বেসরকারিকরণের (Pakistan Announces Privatisation) ঘোষণা করেছেন। ইসলামাবাদে বেসরকারিকরণ ও বেসরকারিকরণ কমিশন সম্পর্কিত বিষয়গুলির পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করার সময় শরিফ এই সিদ্ধান্ত নেন।

   

ওই বৈঠকে বেসরকারিকরণ কর্মসূচি ২০২৪-২৯-এর একটি রোডম্যাপও উপস্থাপন করা হয়। এর মধ্যে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির বেসরকারিকরণকেও অন্তর্ভুক্ত করা রয়েছে। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রককে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এবং বেসরকারিকরণ কমিশনকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।

শরিফের মতে, রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলির বেসরকারিকরণ করদাতাদের অর্থ সাশ্রয় করবে। একই সঙ্গে দেশের জনগণকেও উন্নত পরিষেবা প্রদান করা সম্ভব হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, সরকারের কাজ ব্যবসা করা নয়, ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা।

Amit Shah: পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, অমিত শাহর দাবিতে সরগরম সীমান্ত

এর পাশাপাশি গোটা ব্যবস্থায় স্বচ্ছতা রাখার জন্য পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কোম্পানি লিমিটেডের (পিআইএ) বেসরকারিকরণ, নিলাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের নির্দেশ দিয়েছেন নওয়াজ শরিফ। অন্যান্য প্রতিষ্ঠানের বেসরকারিকরণের প্রক্রিয়াও সরাসরি সম্প্রচার করা হবে।

পর্যালোচনা বৈঠকে জানানো হয়েছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বেসরকারিকরণের জন্য প্রাক-যোগ্যতা প্রক্রিয়া এই মাসের শেষের দিকে সম্পন্ন হবে। লোকসানে চলা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে বেসরকারিকরণ করা হবে। এর পাশাপাশি বেসরকারিকরণ প্রক্রিয়ায় গতি আনতে বেসরকারিকরণ কমিশনে বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল তৈরি করা হচ্ছে।

Pakistan Cricket: গাড়ি দুর্ঘটনার কবলে পাকিস্তানের দুই ক্রিকেটার

এদিনের পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী খাজা আসিফ, মুহাম্মদ আওরঙ্গজেব, জাম কামাল খান, আওয়াইস আহমেদ লেগারি, আবদুল আলীম খান, মুসাদ্দিক মালিক, আহাদ খান চিমা, প্রধানমন্ত্রীর সমন্বয়ক রানা এহসান আফজাল এবং অন্যান্য উচ্চপদস্থ আমলারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার বেসরকারিকরণ সম্পর্কিত ক্যাবিনেট কমিটি (সিসিওপি) বেসরকারিকরণ কর্মসূচির জন্য ২৪টি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে অনুমোদন দিয়েছে। একই সঙ্গে বেসরকারিকরণ কমিশনকে সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে আলোচনা করে প্রতিটি সংস্থার পর্যায়ক্রমে বিবেচনা করার নির্দেশ দিয়েছে।

Pakistan: সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় লাহোরে কৃত্রিম বৃষ্টি, বাতাসে মিশেছে বিষ

দীর্ঘ সময় ধরে চরম অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, কোভিড মহামারি, জ্বালানি সংকট পাকিস্তানের অর্থনীতিকে তছনছ করে দিয়েছে। শেহবাজ শরিফ সরকার আইএমএফের থেকে বেশ কয়েক দফায় ঋণ নিলেও পরিস্থিতির উন্নতি হয়নি। অবস্থা এতটাই খারাপ হয়ে উঠেছে যে পাকিস্তানের ২৪ কোটি মানুষের সিংহভাগই নিত্যদিনের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন।