মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের এয়ার স্ট্রাইক, বোমাবর্ষণ পাক যুদ্ধবিমানের

এয়ার স্ট্রাইক! রবিবার রাতে আফগানিস্তানে জঙ্গিদের লক্ষ্যবস্তুতে এয়ার স্ট্রাইক চালাল পাকিস্তান। খবরে বলা হয়েছে, রাত ৮টার দিকে আফগানিস্তানের পাকতিকা ও বারমাল এলাকার পাশাপাশি উত্তর ওয়াজিরিস্তানের…

Pakistan

এয়ার স্ট্রাইক! রবিবার রাতে আফগানিস্তানে জঙ্গিদের লক্ষ্যবস্তুতে এয়ার স্ট্রাইক চালাল পাকিস্তান। খবরে বলা হয়েছে, রাত ৮টার দিকে আফগানিস্তানের পাকতিকা ও বারমাল এলাকার পাশাপাশি উত্তর ওয়াজিরিস্তানের শাওয়ালে জঙ্গি আস্তানায় হামলা চালানো হয়। এছাড়া আফগানিস্তানের পাকতিয়া ও খোস্ত প্রদেশে বিমান হামলার খবর পাওয়া গেছে। এর পাশাপাশি নাঙ্গারহারের লালপুর জেলায় সীমান্তে আফগান তালিবানদের সঙ্গে পাকিস্তানি বাহিনীর সংঘর্ষ হয়েছে। সীমান্তের দুই পাশে টিটিপির অবস্থান লক্ষ্য করে পাকিস্তানি সেনারা।

আফগানিস্তানে বড় এয়ার স্ট্রাইক
এর আগে গত বছরের ডিসেম্বরে আফগানিস্তানে বড় ধরনের বিমান হামলা চালায় পাকিস্তান। পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানের এই বিমান হামলা হয়। এই এয়ার স্ট্রাইকে মহিলা ও শিশুসহ ৪৬ জন নিহত হয়।

   

অনেক গ্রামকেও টার্গেট করা হয়েছে আফগান আধিকারিকদের মতে। এয়ার স্ট্রাইকে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। খবরে বলা হয়েছে, আফগানিস্তানে এই হামলায় অনেক গ্রামও লক্ষ্যবস্তু হয়েছে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানি যুদ্ধবিমান আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করেছে।

জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ
এসব এয়ার স্ট্রাইকে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। পাকিস্তানি বিমান হামলার পর এলাকায় উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তানি তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সাম্প্রতিক মাসগুলিতে পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ বাড়িয়েছে। পাকিস্তান এই জঙ্গিদের আশ্রয় দেওয়ার জন্য আফগান তালিবানকে অভিযুক্ত করেছে।