পাকিস্তানে নিরাপত্তা ক্যাম্পে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৪ সেনা

North Waziristan security camp attack

ইসলামাবাদ: পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের বোয়া এলাকায় নিরাপত্তা ক্যাম্পে ভয়াবহ বিস্ফোরণ-সশস্ত্র হামলা। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় অন্তত ৪ জন আধা-সামরিক সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। শুক্রবার বিকেলের দিকে এই হামলা শুরু হয় এবং প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছিল বলে জানা গিয়েছে।

আত্মঘাতী বিস্ফোরণ

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকার কাছে বোয়া মুহাম্মদ খেল (Boya Muhammad Khel) নামক স্থানে অবস্থিত মিলিটারি ব্যাটালিয়ন সদর দফতরে হামলা চালায় জঙ্গিরা। একজন আত্মঘাতী বোমা হামলাকারী ক্যাম্পের সীমানায় বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে প্রবেশের পথ তৈরি করে দেয়। এর পরপরই একদল সশস্ত্র বিদ্রোহী ক্যাম্পের ভেতর অনুপ্রবেশের চেষ্টা চালায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এরপরই শুরু হয় টানা গুলিবর্ষণ।

   

নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়া: হামলার পরপরই পাকিস্তান সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। সন্ধ্যা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় অব্যাহত ছিল। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

প্রেক্ষাপট ও জঙ্গি তৎপরতা: North Waziristan security camp attack

আফগানিস্তান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই জেলাগুলোতে গত কয়েক মাস ধরে জঙ্গি তৎপরতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অবসানের পর থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে।

চলতি বছরের জুন মাসে উত্তর ওয়াজিরিস্তানের মির আলি এলাকায় একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৬ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছিলেন, যা ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম রক্তক্ষয়ী হামলা। এছাড়া দক্ষিণ ওয়াজিরিস্তানেও সামরিক কনভয়ে একাধিক অতর্কিত হামলায় ডজনখানেক সৈন্য প্রাণ হারিয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন