ট্রাম্পের গলায় নোবেল! নেতানিয়াহুর পোস্ট করা ছবি ঘিরে তোলপাড় নেটদুনিয়া!

ওয়াশিংটন: ২০২৫-এর নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize) কে পাচ্ছেন? জল্পনার মাঝেই সমাজমাধ্যমে ভাইরাল নেতানিয়াহুর (Benjamin Netanyahu) পোস্ট করা ছবি। ভারত-পকিস্তান সহ বিশ্বের সাতটি দেশের যুদ্ধ বন্ধ করার জন্য নোবেল শান্তি পুরস্কারের দাবী জানিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

Advertisements

বর্তমানে ২০২৫-এর নোবেল পুরস্কার প্রদান চলছে। আগামীকালই নোবেল শান্তি পুরস্কার বিজেতার নাম ঘোষণা করবে কমিটি। কিন্তু তার আগেই ট্রাম্পের গলায় নোবেল পুরস্কার পরিয়ে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। AI দিয়ে বানানো ছবিটি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই দাবালনের মত ছড়িয়ে পড়েছে সেটি। যেখানে দেখা যাচ্ছে, নিজের হাতে ট্রাম্পের গলায় নোবেল শান্তি পুরস্কারের মেডেল পরিয়ে দিচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু এবং আনন্দে আত্মহারা হয়ে দু-হাত উপরে তুলে ‘গদগদ’ মুখে দাঁড়িয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প!

   

https://x.com/IsraeliPM/status/1976281973766369527/photo/1

এই ছবির সাথে নেতানিয়াহু (Benjamin Netanyahu) লিখেছেন, নোবেল শান্তি পুরস্কারের যোগ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিটি ভাইরাল হওয়ার পাশাপাশি শোনা যাচ্ছে, আগামী রবিবার জেরুজালেমে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ইজরায়েলের রাষ্ট্রপতি কার্যালয় থেকে এই ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, হোয়াইট হাউস এর আগে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) ‘দ্য পিস প্রেসিডেন্ট’ উপাধি দিয়েছে।

Advertisements

আগামী ২৪ ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে চলেছে

উল্লেখ্য, নোবেল শান্তি পুরস্কার ঘোষণার ঠিক আগের দিন, বৃহস্পতিবার ইজরায়েল এবং হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সম্মত হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের ২৪ ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি (Gaza Ceasefire) কার্যকর হবে, বলে ঘোষণা করেছে ইজরায়েল।

স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকালে মিশরে স্বাক্ষরিত হওয়া এই চুক্তি ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বলে জানানো হয়েছে। ইজরায়েল সরকারের এক মুখপাত্র এদিন জানিয়েছে, যুদ্ধবন্দীদের মুক্তির পর গাজার ৫৩% অঞ্চল নিয়ন্ত্রণে রাখবে ইজরায়েল।