Ukraine War: রুশ সেনার গুলিতে মৃত আমেরিকার চিত্রগ্রাহক

ইউক্রেন যুদ্ধে (Ukraine War) সীমান্তের কাছে শরণার্থীদের ছবি তুলছিলেন ব্রেন্ট। তিনি একটি ভ্যানের উপর ছিলেন। আচমকা রাশিয়ার সেনার গুলিতে তিনি পড়ে যান। তাঁর সঙ্গে থাকা…

New York Times journalist 51 shot dead Russian troops Ukraine

ইউক্রেন যুদ্ধে (Ukraine War) সীমান্তের কাছে শরণার্থীদের ছবি তুলছিলেন ব্রেন্ট। তিনি একটি ভ্যানের উপর ছিলেন। আচমকা রাশিয়ার সেনার গুলিতে তিনি পড়ে যান। তাঁর সঙ্গে থাকা আরও এক চিত্রগ্রাহক গুলিবিদ্ধ হন। ব্রিটিশ সংবাদপত্র Daily Mail জানাচ্ছে, আমেরিকান চিত্রগ্রাহক ব্রেন্ট মৃত।

ইউক্রেনের যুদ্ধে প্রথম কোনও সাংবাদিকের মৃত্যু হলো। মৃত ব্রেন্ট একজন ফ্রি ল্যান্সার, তিনি বিভিন্ন সংস্থার হয়ে ছবি তুলতেন। বিবিসির খবর, ব্রেন্ট এবার নিউ ইয়র্ক টাইমসের হয়ে ইউক্রেনের যুদ্ধে ছবি তুলেছিলেন। ৫১ বছরের ব্রেন্ট নথিভুক্ত বিদেশি সাংবাদিক কার্ড নিয়ে ইউক্রেনের সীমাম্ত এলাকার রণাঙ্গনে ঘুরছিলেন। ইরপেন সীমান্তে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

New York Times journalist 51 shot dead Russian troops Ukraine
রাশিয়ার সেনা অভিযান শুরু হতেই ইউক্রেন থেকে প্রতিবেশি বিভিন্ন দেশে শরণার্থী প্রবেশ শুরু হয়। রাষ্ট্র সংঘ জানাচ্ছে কমপক্ষে ২৫ লক্ষ বাস্তুহারা হয়েছেন। আমেরিকান চিত্রগ্রাহক ব্রেন্ট এই শরণার্থীদের নিয়েই ছবি ও তথ্যচিত্র তৈরি করছিলেন।

ইরপেন সীমান্তের রুশ চেক পোস্টের পরিস্থিতি দেখতে কয়েকজনের সঙ্গে একটি ট্রাকে উঠে ছবি তুলছিলেন ব্রেন্ট। তখনই গুলি চলতে শুরু করে। গুলিবিদ্ধ ব্রেন্ট গাড়ির মধ্যে পড়ে যান।

মৃত ব্রেন্টের জন্য শোক জ্ঞাপন করছে নিউইয়র্ক টাইমস। তাঁর সাংবাদিক পরিচয়পত্র ধরে কূটনৈতিক প্রক্রিয়ায় দেহ আনার চেষ্টা চলছে।