হাসপাতালে থিকথিকে ভিড়! চিনে নতুন ভাইরাসের হানা? বাড়ছে উদ্বেগ

কলকাতা: করোনার স্মৃতি এখনও টাটকা বিশ্ববাসীর মনে৷ এর প্রকোপ ফিকে হলেও, এখন পৃথিবী থেকে মুছে যায়নি এই মারণ রোগ৷ এরই মধ্যে নয়া ভাইরাসের চোখ রাঙানি৷…

new virus outbreak china

কলকাতা: করোনার স্মৃতি এখনও টাটকা বিশ্ববাসীর মনে৷ এর প্রকোপ ফিকে হলেও, এখন পৃথিবী থেকে মুছে যায়নি এই মারণ রোগ৷ এরই মধ্যে নয়া ভাইরাসের চোখ রাঙানি৷ আঁতুরঘর সেই চিন৷ নতুন কোনও ভাইরাস হানা দিল কি ড্রাগনের দেশে? এই প্রশ্ন ফের ভাবাতে শুরু করেছে৷ উদ্বেগে নেটাগরিকদের একাংশ৷ (new virus outbreak china)

হাসপাতালে রোগীর ভিড় new virus outbreak china

সম্প্রতি সোশ্যাল মিডিয়াজুড়ে একাধিক ভিডিয়োয় ছড়িয়ে পড়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, চিনের বিভিন্ন হাসপাতালে রোগীদের লম্বা লাইন। ওই ভিডিয়োগুলিতে দাবি করা হয়েছে যে, রোগীদের প্রায় সকলেই হিউম্যান মেটাপনিউমোনিয়া (এইচএমপিভি)-তে আক্রান্ত। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেয়নি চিন৷ এই ভিডিয়োগুলির সত্যতাও যাচাই করে দেখেনি কলকাতা ২৪x৭৷ 

   

 

সূত্রের খবর, চিনজুড়ে এখন এইচএমপিভি ভাইরায়ের দাপাটাপি৷ খুব দ্রুত এক জনের থেকে অন্য জনের মধ্যে তা ছড়িয়ে পড়ছে৷ যার ফলে ফ্লু এবং কোভিড-১৯-এর মতো উপসর্গ তৈরি হয়েছে৷ নয়া ভাইরাসকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে৷ সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিনে মৃত্যুমিছিল শুরু হয়ে গিয়েছে৷ ভিড় বাড়ছে হাসপাতাল ও শ্মশানে৷

একাধিক ভাইরাসের হামলা new virus outbreak china

বিভিন্ন সূত্রে দাবি, চিনে একযোগে ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমভিপি, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড ১৯—এর মতো ভাইরাস মাথাচাড়া দিয়েছে। হাসপাতালগুলিতে উপচে পড়েছে রোগী৷ বেড ফাঁকা নেই৷ মূলত শিশু এবং বয়স্করাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে বলেও দাবি করা হয়েছে। 

চিকিৎসকরা বলছেন, এইচএমপিভি-তে আক্রান্তদের মধ্যে সাধারণত ঠান্ডা লাগার মতোই উপসর্গ দেখা যায়৷ ঠিক যেমন দেখা গিয়েছিল করোনাভাইরাসের ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে এই উপসর্গগুলো কোভিড ১৯-এর মতো মারাত্মক হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে৷ 

ফিরল করোনার স্মৃিত new virus outbreak china

চিনের হাসপাতালগুলিতে উপচে পড়ে ভিড় করোনা স্মৃতি ফিরিয়ে দিয়েছে৷ নতুন করে মহামারির আশঙ্কায় অনেকেই ভুগতে শুরু করেছে৷ ২০২০ সালের গোড়া থেকেই বিশ্ব জুড়ে হানা দিয়েছিল কোভিড-১৯। অভিযোগ, এই ভইরাসের উৎস ছিল চিনেরই উহান প্রদেশ৷ 

 World: Is China facing a new virus outbreak? Reports suggest overcrowded hospitals due to Human Metapneumovirus (HMPV). Videos show long lines in hospitals, but no official confirmation yet. Stay updated with the latest news.