হাসপাতালে থিকথিকে ভিড়! চিনে নতুন ভাইরাসের হানা? বাড়ছে উদ্বেগ

new virus outbreak china
new virus outbreak china

কলকাতা: করোনার স্মৃতি এখনও টাটকা বিশ্ববাসীর মনে৷ এর প্রকোপ ফিকে হলেও, এখন পৃথিবী থেকে মুছে যায়নি এই মারণ রোগ৷ এরই মধ্যে নয়া ভাইরাসের চোখ রাঙানি৷ আঁতুরঘর সেই চিন৷ নতুন কোনও ভাইরাস হানা দিল কি ড্রাগনের দেশে? এই প্রশ্ন ফের ভাবাতে শুরু করেছে৷ উদ্বেগে নেটাগরিকদের একাংশ৷ (new virus outbreak china)

হাসপাতালে রোগীর ভিড় new virus outbreak china

সম্প্রতি সোশ্যাল মিডিয়াজুড়ে একাধিক ভিডিয়োয় ছড়িয়ে পড়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, চিনের বিভিন্ন হাসপাতালে রোগীদের লম্বা লাইন। ওই ভিডিয়োগুলিতে দাবি করা হয়েছে যে, রোগীদের প্রায় সকলেই হিউম্যান মেটাপনিউমোনিয়া (এইচএমপিভি)-তে আক্রান্ত। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেয়নি চিন৷ এই ভিডিয়োগুলির সত্যতাও যাচাই করে দেখেনি কলকাতা ২৪x৭৷ 

   

 

সূত্রের খবর, চিনজুড়ে এখন এইচএমপিভি ভাইরায়ের দাপাটাপি৷ খুব দ্রুত এক জনের থেকে অন্য জনের মধ্যে তা ছড়িয়ে পড়ছে৷ যার ফলে ফ্লু এবং কোভিড-১৯-এর মতো উপসর্গ তৈরি হয়েছে৷ নয়া ভাইরাসকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে৷ সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিনে মৃত্যুমিছিল শুরু হয়ে গিয়েছে৷ ভিড় বাড়ছে হাসপাতাল ও শ্মশানে৷

একাধিক ভাইরাসের হামলা new virus outbreak china

বিভিন্ন সূত্রে দাবি, চিনে একযোগে ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমভিপি, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড ১৯—এর মতো ভাইরাস মাথাচাড়া দিয়েছে। হাসপাতালগুলিতে উপচে পড়েছে রোগী৷ বেড ফাঁকা নেই৷ মূলত শিশু এবং বয়স্করাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে বলেও দাবি করা হয়েছে। 

চিকিৎসকরা বলছেন, এইচএমপিভি-তে আক্রান্তদের মধ্যে সাধারণত ঠান্ডা লাগার মতোই উপসর্গ দেখা যায়৷ ঠিক যেমন দেখা গিয়েছিল করোনাভাইরাসের ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে এই উপসর্গগুলো কোভিড ১৯-এর মতো মারাত্মক হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে৷ 

ফিরল করোনার স্মৃিত new virus outbreak china

চিনের হাসপাতালগুলিতে উপচে পড়ে ভিড় করোনা স্মৃতি ফিরিয়ে দিয়েছে৷ নতুন করে মহামারির আশঙ্কায় অনেকেই ভুগতে শুরু করেছে৷ ২০২০ সালের গোড়া থেকেই বিশ্ব জুড়ে হানা দিয়েছিল কোভিড-১৯। অভিযোগ, এই ভইরাসের উৎস ছিল চিনেরই উহান প্রদেশ৷ 

 World: Is China facing a new virus outbreak? Reports suggest overcrowded hospitals due to Human Metapneumovirus (HMPV). Videos show long lines in hospitals, but no official confirmation yet. Stay updated with the latest news.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন