Khalistani সমর্থকদের নতুন হুমকি: লক্ষ্য কানাডার ভারতীয় কনসুলেট

টরোন্টো: সম্প্রতি খালিস্তানি (Khalistani) “জঙ্গিদের” সক্রিয়তা স্বীকার করে বিজ্ঞপ্তি জারি করেছিল কানাডা সরকার। এবার কানাডার (Canada) ভারতীয় দূতাবাস ঘেরাও-এর হুমকি দিল আমেরিকার খালিস্তানি শাখা শিখস…

টরোন্টো: সম্প্রতি খালিস্তানি (Khalistani) “জঙ্গিদের” সক্রিয়তা স্বীকার করে বিজ্ঞপ্তি জারি করেছিল কানাডা সরকার। এবার কানাডার (Canada) ভারতীয় দূতাবাস ঘেরাও-এর হুমকি দিল আমেরিকার খালিস্তানি শাখা শিখস ফর জাস্টিস (SFJ)। বৃহস্পতিবার কনসুলেট (Indian Consulate) ঘেরাও অভিযানের ডাক দিয়ে কানাডা-স্থিত ভারতীয়দের কনসুলেটে যাওয়া থেকে বিরত থাকতে বলেছে SFJ। তাঁদের অভিযোগ, খালিস্তানি সমর্থকদের টার্গেট করতে কানাডা সরকার স্পাই নেটওয়ার্ক ব্যবহার করছে।

SFJ-এর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “দুই বছর আগে ১৮ সেপ্টেম্বর ২০২৩-এ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে বলেছিলেন যে হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের ভূমিকার তদন্ত করছে সরকার।” দুই বছর পরেও, ভারতীয় কনস্যুলেট খালিস্তান সমর্থকদের লক্ষ্য করে একটি গুপ্তচর নেটওয়ার্ক (Spy Network) ব্যবহার করছে এবং নজরদারি চালিয়ে যাচ্ছে”, বলে বিবৃতিটিতে উল্লেখ করা হয়।

   

উল্লেখ্য, ২০১৯ সালে জাস্টিস ফর শিখ নামক খালিস্তানি সংগঠনটির উপর নিষেধাজ্ঞা জারি করে ভারত। সেইসঙ্গে ভারতীয় হাই কমিশনার দীনেশ পট্টনায়কের একটি পোস্টার প্রকাশ করা হয় যেখানে তাঁর মুখে “টার্গেট” লেখা ছিল। সেখানে খালিস্তান-সমর্থকদের “কানাডায় ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসের নতুন মুখ” বলে উল্লেখ করা হয়। জানা গিয়েছে SFJ-এর প্রকাশিত বিবৃতিতে বৃহস্পতিবার ১২ ঘন্টার জন্য ভারতীয় কনসুলেট ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কানাডার মাটি থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসের ছক কষা হচ্ছে বলে খালিস্তানিদের বিরুদ্ধে কানাডা সরকারকে একাধিকবার জানিয়েছে ভারত। পাঞ্জাব থেকে আলাদা হয়ে নতুন খালিস্তানি রাষ্ট্র তৈরির উদ্দেশ্যে তাঁরা ভারত-বিরধী নাশকতার ছক কষছে বলে প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) সময়েও ভারত উদ্বেগ প্রকাশ করেছিল।

Advertisements

চলতি মাসের ৬ তারিখ কানাডায় খালিস্তানি “জঙ্গিগোষ্ঠীর” সক্রিয়তার কথা স্বীকার করে বিবৃতি প্রকাশ করে মার্ক কারনির সরকার। হামাস, হিজবুল্লাহর পাশাপাশি নাকশতা ছড়ানো উগ্র খালিস্তনি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশানাল এবং শিখ ইউথ ফেডারেশনকে রাজনইতিকভাবে অনুপ্রাণিত চরমপন্থী দলের তালিকায় কানাডার ক্রিমিনাল কোডে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।