কাঠমাণ্ডু: রাজনৈতিক অশান্তির আঁচ ছড়াল নেপালের কারাগারেও। বৃহস্পতিবার রামেচাপ জেলা কারাগার থেকে একযোগে পালানোর চেষ্টা করে বন্দিরা৷ তাদের লক্ষ্য করে গুলি চালায় সেনা। এতে অন্তত ডজনখানেক বন্দি আহত হন বলে জানিয়েছে প্রশাসন।
পালানোর সময় গুলি
জেলা প্রশাসক শ্যামকৃষ্ণ থাপা জানান, বন্দিরা ভেতরের একাধিক তালা ভেঙে প্রধান ফটকের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই সেনা বাধা দেয় এবং গুলি চালায়। পরে পুলিশ জানায়, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে শুধু রামেচাপ নয়, কাঠমান্ডু, পোখরা ও ললিতপুরের জেল থেকেও বহু বন্দি পালিয়ে গিয়েছে বলে খবর। সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে ভারতের সশস্ত্র সীমা বল (SSB)। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর সীমান্তে ২২ জন নেপালি বন্দিকে আটক করেছে তারা।
নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মেয়র বালেন শাহ Nepal prison escape attempt Army Fire Shots
অস্থিরতার আবহে কাঠমান্ডুর মেয়র বালেন শাহ নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক্স-এ তিনি লেখেন, “দেশ অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আতঙ্কিত হবেন না। অন্তর্বর্তী সরকার গঠনের পর নতুন নির্বাচন হবে, মানুষই ঠিক করবে দেশের ভবিষ্যৎ।”
‘জেন জেড’-এর নেতৃত্বে যে আন্দোলনের সূচনা হয়েছিল একটি স্বল্পস্থায়ী সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা ঘিরে, তা এখন পরিণত হয়েছে সর্বাত্মক রাজনৈতিক অগ্ন্যুৎপাতে। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় ২৫ জন, আহত হয়েছেন ৬০০-রও বেশি মানুষ। উত্তাল রাজধানী কাঠমান্ডুসহ একাধিক শহরে কারফিউ জারি রয়েছে, সেনা টহল চলছে সর্বত্র। তবে সাময়িক বন্ধ থাকার পর ফের খুলেছে আন্তর্জাতিক বিমানবন্দর, তবে রাজধানীতে এখনও বহাল রয়েছে ১৪৪ ধারা।
World: Nepal’s political unrest spreads to prisons as inmates attempt a mass escape from a Ramechhap jail. Dozens were injured after security forces opened fire. The incident follows nationwide protests, with authorities on high alert.