অলি পদত্যাগ করতেই দেশের নিরাপত্তার ভার হাতে নিল নেপালি সেনা

কাঠমাণ্ডু: নেপালে নজিরবিহীন অস্থিরতার আবহে মঙ্গলবার পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির উপর সরকারের হঠাৎ নিষেধাজ্ঞা আর দুর্নীতির অভিযোগ ঘিরে…

Nepal Army takes charge of security

কাঠমাণ্ডু: নেপালে নজিরবিহীন অস্থিরতার আবহে মঙ্গলবার পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির উপর সরকারের হঠাৎ নিষেধাজ্ঞা আর দুর্নীতির অভিযোগ ঘিরে যে তরুণ প্রজন্মের বিক্ষোভ শুরু হয়েছিল, তা দ্রুতই সহিংসতায় রূপ নেয়। সেনা ও বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারান অন্তত ১৯ জন, আহত শতাধিক। আন্দোলনের মূল নেতৃত্বে তরুণরাই— যাকে দেশজুড়ে এখন ‘‘জেন জেড আন্দোলন’’ নামে ডাকা হচ্ছে।

জাতীয় নিরাপত্তার দায়িত্ব সেনার হাতে

সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও ক্ষোভ কমেনি। বরং মঙ্গলবার রাজধানী কাঠমান্ডু-সহ বিভিন্ন শহরে প্রতিবাদ আরও হিংস্র রূপ নেয়। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা একাধিক নেপালি নেতার ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাত ১০টা থেকে জাতীয় নিরাপত্তার দায়িত্ব সরাসরি হাতে নেয় নেপালি সেনা।

   

বুধবার সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ অভিযানে ২৬ জনকে লুটপাট ও ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সেনার জনসংযোগ অধিদফতরের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘কিছু গোষ্ঠী এই জটিল পরিস্থিতির সুযোগ নিয়ে সাধারণ মানুষ ও সরকারি সম্পত্তির মারাত্মক ক্ষতি করছে।’’ সেনা নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আবেদন জানিয়েছে। সতর্ক করা হয়েছে, সহিংসতা অব্যাহত থাকলে সেনা-সহ সব নিরাপত্তা বাহিনীকে সম্পূর্ণভাবে মোতায়েন করা হবে।

বিমানবন্দরের দখল নিল সেনা Nepal Army takes charge of security

অভ্যুত্থানঘন আবহে মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনকারীরা কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করলে সেনা সেখানে মোতায়েন হয়। বিক্ষোভের জেরে বিমান পরিষেবা আংশিকভাবে বন্ধ রাখতে হয়। দিল্লি–কাঠমান্ডু রুটে এয়ার ইন্ডিয়ার ছ’টি দৈনিক উড়ানের মধ্যে চারটি বাতিল হয়। ইন্ডিগো ও নেপাল এয়ারলাইন্সও নিজেদের ফ্লাইট স্থগিত করে।

Advertisements

কেবল বিমানবন্দর নয়, দেশের প্রশাসনিক হৃদপিণ্ড সিংহদরবার সচিবালয়ও আন্দোলনের কবলে পড়ে। বিক্ষোভকারীরা সেখানে অগ্নিসংযোগ করলে সেনা হস্তক্ষেপ করে ভবন খালি করিয়ে নিয়ন্ত্রণে নেয়। এমনকি ঐতিহাসিক পশুপতিনাথ মন্দিরের গেট ভাঙচুরের চেষ্টা রুখতেও সরাসরি পদক্ষেপ নেয় সেনা।

অলি’র পদত্যাগ সত্ত্বেও বিক্ষোভ থামেনি। বরং পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, রাজনৈতিক সমাধান ছাড়া নেপাল স্থিতিশীলতার পথে ফিরতে পারবে না। সেনার সরাসরি দায়িত্ব গ্রহণ শুধু নিরাপত্তার প্রশ্নই নয়, রাষ্ট্রযন্ত্রের ক্ষমতার ভারসাম্য নিয়েও গুরুতর সংকেত বহন করছে।

World: Prime Minister Modi calls the US and India “natural partners,” responding to President Donald Trump’s warm message. The exchange signals a renewed push for trade talks, easing recent tensions after prior criticisms over Russia and China.