NASA overtime pay issue
গত বছর ৫ জুন, মহাকাশযান Boeing Starliner-এর রকেটে চড়ে মহাকাশে পাড়ি দেন সুনীতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর। মাত্র আটদিনের অভিযানে পাড়ি দিয়েছিলেন তাঁরা। কিন্তু পৃথিবীতে ফিরতে ফিরতে সাড়ে ন’মাস সময় লেগে যায় তাঁদের। নেপথ্যে যান্ত্রিক ত্রুটি৷ কিন্তু, মহাকাশে বাড়তি ২৭৮ দিন থাকার জন্য কোনও ‘ওভারটাইম’ই পাচ্ছেন না দুই নভোচর৷ এই নিয়ে এবার মুখ খুললেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ (NASA overtime pay issue)
আট দিন থেকে সাড়ে নয় মাসের সফর NASA overtime pay issue
সাধারণত, মহাকাশে যেতে আট দিনের জন্য যারা অভিযানে যান, তাদের আরও কিছু সময় অতিরিক্ত মহাকাশে থাকতে হয়—এটা একেবারেই অস্বাভাবিক নয়। তবে সুনীতা ও ব্যারির ক্ষেত্রে, যেহেতু তাদের অভিযান আট দিন থেকে সাড়ে নয় মাসে পরিণত হয়, তাই তাদের বাড়তি সময়ের জন্য ‘ওভারটাইম’ বা অতিরিক্ত টাকা পাওয়ার প্রশ্ন উঠেছিল। কিন্তু NASA-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সুনীতা এবং ব্যারি কোনো বাড়তি টাকা পাবেন না।
এ বিষয়ে প্রশ্ন উঠতেই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মুখ খুলেছেন। তিনি বলেন, “আমাকে কেউ কিছু জানায়নি। তবে যদি বাড়তি টাকা দেওয়া হয়, আমি নিজের পকেট থেকে সেটা দিতে প্রস্তুত আছি।” ট্রাম্প আরও বলেন, “মহাকাশে এত সময় থাকা খুবই কঠিন, আর যদি ইলন মাস্ক না থাকতেন, তাহলে সুনীতা ও ব্যারি আরও দীর্ঘ সময় মহাকাশে থাকতে বাধ্য হতেন। ৯-১০ মাস মহাকাশে থাকার পর শরীরের অনেক ক্ষতি হয়ে যায়।”
সুনীতা ও বুচ সরকারি কর্মী NASA overtime pay issue
NASA সূত্রে জানানো হয়েছে, সুনীতা ও বুচ সরকারি কর্মী এবং তাঁদের জন্য আগে থেকেই নির্দিষ্ট মাসিক বেতন এবং সুযোগ সুবিধা বরাদ্দ রয়েছে। মহাকাশযাত্রাও তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে, তাই তাঁদের জন্য কোনো অতিরিক্ত টাকা বরাদ্দ করা হয়নি। তবে, মহাকাশচারীদের যাত্রার সমস্ত খরচ NASA বহন করে, যার মধ্যে মহাকাশে যাওয়ার, থাকা, খাওয়া এবং ওষুধপত্রের খরচও অন্তর্ভুক্ত। এছাড়া, যেকোনো ব্যতিক্রমী পরিস্থিতিতে দৈনিক ৫ ডলার বাড়তি বেতন দেওয়া হয়, যা “ইনসিডেন্টালস” নামে পরিচিত। যার হিসাব অনুযায়ী সুনীতা ও ব্যারি প্রায় ১ লক্ষ ২২ হাজার ৯৮০ টাকা (ভারতীয় মুদ্রায়) পাবেন। তাদের সাড়ে ৯ মাসের বেতনও আসবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮১ লক্ষ ৬৯ হাজার ৮৬১ থেকে ১ কোটি ৫ লক্ষ টাকা৷
মহাকাশ থেকে সুনীতা ও বুচকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA কোনো ঝুঁকি নিতে চায়নি। সময় লাগলেও ধৈর্য ধরে কাজ করেন তাঁরা৷ সম্প্রতি ইলন মাস্কের SpaceX-এর Crew-9 মহাকাশযানে চড়ে পৃথিবীতে ফিরে আসেন এই দুই নভোচর৷
ট্রাম্পের বক্তব্য NASA overtime pay issue
“ইনসিডেন্টালস” সম্পর্কে জানার পর ট্রাম্প মন্তব্য করেন, “এটাই সব? তারা যা সহ্য করেছে তার জন্য এটা যথেষ্ট নয়।”
ওভাল অফিসে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প এলন মাস্ককে ধন্যবাদ জানান মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য। তিনি বলেন, “এলন না থাকলে… তারা অনেকদিন মহাকাশে থাকতে পারত। আর কে তাদের ফিরিয়ে আনবে? দীর্ঘ সময় মহাকাশে থাকার পর মানুষের শরীর ক্ষতিগ্রস্ত হয়। সময় না থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তিনি (এলন মাস্ক) এখন অনেক কিছু সামলাচ্ছেন।”
World: NASA astronauts Sunita Williams and Butch Wilmore spent 278 extra days in space due to technical issues. Despite the extended mission, no overtime pay is granted. Former US President Trump offers to cover costs. Learn about this unique space mission and its challenges.