Israel Hamas War: হামাসের নিন্দা করে খুনের হুমকি পেলেন মার্কিন মুসলিম মহিলা সাংসদ

ইজরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে সংঘর্ষ চলছে। গত ৭ অক্টোবর ইজরায়েলে ঢুকে গণহত্যা চালিয়েছিল হামাস। তারই প্রত্যাঘাত করছে ইজরায়েল। উভয়পক্ষের প্রায় পাঁচ হাজারের বেশি…

ইজরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে সংঘর্ষ চলছে। গত ৭ অক্টোবর ইজরায়েলে ঢুকে গণহত্যা চালিয়েছিল হামাস। তারই প্রত্যাঘাত করছে ইজরায়েল। উভয়পক্ষের প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। ফিলিস্তিনি সংগঠন হামাসের আক্রমণের নিন্দা করে খুনের হুমকি পাচ্ছেন বলে জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাংসদ ইলহান ওমর।

Advertisements

আমেরিকার এই মহিলা সাংসদ নিজের পরিবারের নিরাপত্তা নিয়েও বেশ চিন্তিত বলে জানান। ওমর জানিয়েছেন, তাকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যায়িত করে একটি ভয়েসমেল পাঠানো হয়েছে। তাকে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হবে এমন হুমকিও পাচ্ছেন। ওমর বলেন, “এটি সরাসরি আমার এবং আমার পরিবারের জন্য বড় হুমকি। আমার কর্মীদেরও কেবল তাদের কাজ করার জন্য নির্যাতনের শিকার হতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, এটি শুধু আমার জন্য নয়,লাখ লাখ আমেরিকান মুসলমানের জন্য হুমকি।”

   

এনবিসি নিউজের সঙ্গে কথা বলার সময় ডেমোক্র্যাটিক দলের এক সদস্য রয়টার্সকে বলেন, গত সপ্তাহে মার্কিন ক্যাপিটল পুলিশ ও হাউস সার্জেন্ট অ্যাট আর্মস ইজরায়েলের সমালোচক প্রগতিশীল আইনপ্রণেতাদের সম্ভাব্য হুমকি সম্পর্কে সতর্ক করেছিলেন।

এনবিসি নিউজকে দেওয়া এক ভয়েসমেলে একজন ওমরকে ‘সন্ত্রাসবাদী মুসলিম’ বলে অভিহিত করেছেন এবং আরেকজন দাবি করেছেন যে তিনি ‘ধর্ষকদের’ সম্বোধন করেছেন এবং একটি নজরদারি দল তার এবং তার সন্তানদের ওপর নজর রাখছে।