Pakistan: উদ্দাম নারীর শিল্পী মিশাল পাক মন্ত্রী, ‘বিচ্ছিন্নতাবাদী’ ইয়াসিন মালিকের স্ত্রী

তিহার জেলে বন্দি কাশ্মীরি ‘বিচ্ছিন্নতাবাদী’ নেতা ইয়াসিন মালিক। তার স্ত্রী মিশাল হুসেন মালিক (Mushaal Muallick) পাক প্রধানমন্ত্রীর নারী ক্ষমতায়ন বিষ়যক উপদেষ্টা ও পূর্ণ রাষ্ট্রমন্ত্রীর পদে এলেন।

তিহার জেলে বন্দি কাশ্মীরি ‘বিচ্ছিন্নতাবাদী’ নেতা ইয়াসিন মালিক। তার স্ত্রী মিশাল হুসেন মালিক (Mushaal Muallick) পাক প্রধানমন্ত্রীর নারী ক্ষমতায়ন বিষ়যক উপদেষ্টা ও পূর্ণ রাষ্ট্রমন্ত্রীর পদে এলেন। পাকিস্তানের (Pakistan) আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট পরিচালিত হবে।

পাকিস্তান আইনসভার তথ্যে বলা হয়েছে মিশাল মালিক বর্তমানে পাক তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকারের অধীন পূর্ণ রাষ্ট্রমন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে  মানবাধিকার এবং নারী ক্ষমতায়ন বিভাগের দায়িত্বে এসেছেন। মিশালের সাথে ইয়াসিন মালিকের বিয়ে হয়েছে ২০০৯ সালে ইসলামাবাদে।

   

mushaal-muallick1

বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও নাশকতায় মদত দেওয়ার একাধিক অভিযোগে ইয়াসিন মালিককে ২০২২ সালের ২৫ মে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আদালত। তার বিরুদ্ধে কাশ্মীরের বেশ কয়েকটি জঙ্গি সংগঠনতে অর্থ দান করার অভিযোগ প্রমাণিত হয়। সাজা ঘোষণার পর থেকে অত্যন্ত কড়া নিরাপত্তায় তিহার জেলে রাখা হয়েছে ইয়াসিন মালিককে।

Advertisements

অর্থনীতি ও ক্যানভাসের রানি মিশাল মালিক

অর্থনীতির কৃতী ছাত্রী। অর্থনীতি বিষয়ক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান লন্ডন স্কুল অফ ইকনোমিক্স থেকে শিক্ষা শেষ করেন মিশাল। তাঁর মা একজন চিত্রশিল্পী। পিতা অর্থনীতির বিশেষজ্ঞ। মায়ের মতো মিশাল শিল্পী। তাঁর আকা উদ্দাম মহিলাদের ছবির একাধিক প্রদর্শন হয়েছে। মিশাল ও ইয়াসিন মালিকের এক কন্যা। সে পাকিস্তানেই থাকে। ২০০৯ সালে ইসলামাবাদে ইয়াসিন ও মিশালের বিয়ে হয়। সেই অনুষ্ঠানে পাকিস্তানের তাবড় তাবড় নেতারা আমন্ত্রিত ছিলেন। বিয়ের পর ভারতেও এসেছিলেন মিশাল।