Durand Cup: ফের মুখোমুখি হতে পারে কলকাতার দুই প্রধান

ফের মুখোমুখি হতে পারে কলকাতার দুই প্রধান। Durand Cup-এ ফের শোনা যেতে পারে ডার্বির দামামা। টানা দ্বিতীয়বার ডার্বি জয়ের লক্ষ্যে নামতে পারে ইস্টবেঙ্গল।

Durand

ফের মুখোমুখি হতে পারে কলকাতার দুই প্রধান। Durand Cup-এ ফের শোনা যেতে পারে ডার্বির দামামা। টানা দ্বিতীয়বার ডার্বি জয়ের লক্ষ্যে নামতে পারে ইস্টবেঙ্গল।

শেষের পথে এবারের Durand Cup-এর গ্রুপ পর্ব। কয়েক দিন পর শুরু হবে কোয়ার্টার ফাইনাল রাউন্ড। কোয়ার্টার ফাইনালে ফের হতে পারে ময়দানের বড় ম্যাচ। মুখোমুখি হতে পারে মোহন বাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। যদিও নক আউট রাউন্ডে এই ম্যাচ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে সম্প্রতি এমন সম্ভাবনা তৈরি হয়েছে।

সবার ওপরে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ইস্টবেঙ্গল। মোহন বাগান সুপার জায়ান্টের মতো হেভিওয়েট দলকে হারিয়ে উত্তেজনায় টগবগ করে ফুটছে লাল হলুদ শিবির। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন কোচ Carles Cuadrat। লাল হলুদ পরিবারের উদ্দেশ্যে দিয়েছে এগিয়ে যাওয়ার বার্তা। অনেক দিন পর চাঙ্গা মশাল ব্রিগেড।

অন্য দিকে ডার্বি হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল মোহন বাগান সুপার জায়ান্ট। সিনিয়র ফুটবলারদের নামিয়েও কাজের কাজ করতে পারেনি বাগান। তবে ডার্বি হারের ধাক্কা কাটিয়ে উঠেছে সবুজ মেরুন ব্রিগেড। AFC প্রতিযোগিতার প্রথম হার্ডল অর্টিক্রম করেছে বড় ব্যবধানে। ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন দলের তারকা ফুটবলাররা। এই পরিস্থিতিতে যদি ফের ডার্বি হয় তাহলে বলাই বাহুল্য উত্তেজনা বাড়বে আরও কয়েক গুণ। Durand Cup জেতার জন্য এখন মরীয়া হয়ে উঠতে পারে ইস্টবেঙ্গল। নিজেদের মোমেন্টাম ধরে রাখতে চাইবে মোহনবাগান।