ফের শুরু হবে যুদ্ধ! বন্ধ করে দেওয়া হচ্ছে বিমান পরিষেবা

ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে মধ্য এশিয়ার পরিস্থিতি। অনেকেই আশঙ্কা করছেন যুদ্ধ লাগল বলে। ইজরায়েল ও হামাসের মধ্যেকার রক্তক্ষয়ী সংঘর্ষকে কেন্দ্র করে মধ্য এশিয়ায় উত্তেজনা বেড়েই…

ফের শুরু হবে যুদ্ধ! বন্ধ করে দেওয়া হচ্ছে বিমান পরিষেবা

ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে মধ্য এশিয়ার পরিস্থিতি। অনেকেই আশঙ্কা করছেন যুদ্ধ লাগল বলে। ইজরায়েল ও হামাসের মধ্যেকার রক্তক্ষয়ী সংঘর্ষকে কেন্দ্র করে মধ্য এশিয়ায় উত্তেজনা বেড়েই চলেছে। এই ইজরায়েল ও ইরানের (Israel Iran Conflict) মধ্যেকার উত্তেজনা বৃদ্ধির পর যে কোনো সময় বিরাট বড় যুদ্ধ বেঁধে যেতে পারে বলে জল্পনা চলছে।

ইতিমধ্যে ইরান ইজরায়েলের ওপর যে কোনও মুহূর্তে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে। এরপরেই অনেক দেশের এয়ারলাইন কোম্পানিগুলো সতর্ক হয়ে গেছে। বহু দেশ বিমান পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যেমন ভারতের কথাই ধরা যাক। ইতিমধ্যে ভারতের প্রথম সারির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াও সাময়িকভাবে তেল আভিভ অবধি বিমান পরিষেবা বাতিল করেছে। ইরান ও ইজরায়েলের মধ্যে পরিস্থিতির অবনতির কারণে তেল আভিভে ফ্লাইট সেবা বন্ধ রাখার ঘোষণা করে দিয়েছে বিমান সংস্থাটি।

   

একই সঙ্গে প্যারিস থেকে বৈরুটগামী ফ্লাইটও বাতিল করেছে ফ্রান্স। আগামী ১১ আগস্ট পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে। অন্যদিকে ডেল্টা এয়ারলাইন্স ৩১ আগস্ট পর্যন্ত নিউইয়র্ক থেকে তেল আভিভ অবধি বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে। ইরানে কথিত ইজরায়েলি হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছে। এরপর থেকে ইরান রীতিমতো ক্ষোভে ফুঁসতে শুরু করেছে। যার জেরে বহুবার প্রকাশ্যে ইজরায়েলের ওপর হামলার হুমকি দিয়েছে ইরান।

ইরান বলেছে, ইজরায়েলকে এখন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ আন্তর্জাতিক মহল মনে করছে, যে কোনও সময়ে মধ্য এশিয়ায় যুদ্ধের ডঙ্কা বেজে যেতে পারে। ফলে আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার। 

 

 

Advertisements