চলতি ডুরান্ড কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। ইতিমধ্যে তারা প্রথম দুটো ম্যাচেই জয়লাভ করেছে। প্রথমে তারা ডাউনটাউন হিরোজ এফসি’র বিরুদ্ধে ১-০ গোল এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ৬-০ গোলে জয়লাভ করেছে। আর এই দ্বিতীয় ম্যাচে বাগান ব্রিগেজের হয়ে অভিষেক হয়েছে স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্তো রডরিগসের। আর প্রথম ম্যাচে মোহনবাগানের জয় দেখে যারপরনাই উচ্ছ্বসিত হয়েছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদেরও।
শুক্রবার (৯ অগস্ট) একটি টুইট করে অ্যালবার্তো রডরিগস লিখেছেন, ‘ডুরান্ড কাপে সবুজ-মেরুন জার্সিতে জয় দিয়ে অভিষেক হল। এমন সাপোর্টের জন্য দলের সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানাই।’ এই টুইট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। মোহনবাগান সমর্থকরাও এই স্প্যানিশ ডিফেন্ডারকে পালটা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
Debut with victory with these colors in the Durand Cup⚽️🏆
Thanks fans for the support! pic.twitter.com/yKX4imjIeO— Alberto Rodríguez (@albertorguez92) August 9, 2024
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, স্পেনের লা পামাসে জন্মগ্রহণ করেন রডরিগস। স্পেনের লোয়ার ডিভিশন ফুটবল ক্লাব আরুকার হাত ধরে তিনি সিনিয়র কেরিয়ার শুরু করেন। এই ক্লাবের হয়ে তিনি মোট পাঁচটি মরশুম খেলেন। এরপর তিনি স্পেনের তৃতীয়-টিয়ার ক্লাব ভিলারুবিয়ায় এক মরশুমের জন্য সই করেছিলেন। একবছর পর তিনি পঞ্চম ডিভিশন ক্লাব তামারেসেইতে যোগ দেন। এই ক্লাবের হয়ে চার মরশুমে ১০০টিরও বেশি ম্যাচ খেলেছেন।
এরপর ২০২১ সালে সেগুন্ডা ডিভিশন ক্লাব লুগোয় যোগ দিয়েছিলেন তিনি। এই ক্লাবে তিনি ২ মরশুমে ৫০টির বেশি ম্যাচ খেলেছেন। অবশেষে গত মরশুমে তিনি এশিয়ায় পা রাখেন। ইন্দোনেশিয়ার ফুটবল ক্লাব পারসিব বানদাংয়ের হয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রথম মরশুমে এই দলের হয়ে তিনি লিগ খেতাবও জয় করেন।
দলের সেন্টার-ব্যাক হিসেবে রডরিগসের মধ্যে যথেষ্ট বৈচিত্র্য রয়েছে। তিনি লেফট এবং রাইট সেন্টার ব্যাক হিসেবে খেলতে পারেন। পাশাপাশি দু’পায়েই বল নিয়ে যথেষ্ট স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এছাড়া তিনি নিখুঁত হেড দিতে পারেন, অত্যন্ত দ্রুত গতি রয়েছে এবং সবথেকে বড় কথা যথেষ্ট ভালো ম্যাচ রিড করতে পারেন। আশা করা যায়, রডরিগসের এই গুণাবলী বাগানের ডিফেন্সকে আরও মজবুত করতে পারবে।