Ukraine Crisis: সতর্কতা মিলিয়ে হামলা, ভেঙে পড়ল ইউক্রেন প্রতিরক্ষা ব্যবস্থা

তছনছ পরিস্থিতি। কিছু করা যাচ্ছে না। ইউক্রেনের অভ্যন্তরীণ সবরকম নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ল। প্রতিরক্ষা, অর্থ সহ গুরুত্বপূর্ণ সব বিভাগ স্তব্ধ। মারাত্মক সাইবার অ্যাটাক হয়ে গেছে…

তছনছ পরিস্থিতি। কিছু করা যাচ্ছে না। ইউক্রেনের অভ্যন্তরীণ সবরকম নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ল। প্রতিরক্ষা, অর্থ সহ গুরুত্বপূর্ণ সব বিভাগ স্তব্ধ। মারাত্মক সাইবার অ্যাটাক হয়ে গেছে ইউক্রেনে।

জার্মান গোয়েন্দা বিভাগ সতর্কতা দিয়ে আগেই জানিয়েছিল, বুধবার রাশিয়ার তরফে হামলা হবার সমূহ সম্ভাবনা। এই সতর্কতার জেরে বিশ্ব জু়ড়ে ছড়ায় চাঞ্চল্য। মনে করা হচ্ছিল, সীমান্ত পেরিয়ে রুশ ও বেলারুশ সেনার অভিযান শুরু হবে ইউক্রেনে। উল্টোদিকে অবস্থান নেয় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো ও ইউক্রেনীয় সেনা। তবে মঙ্গলবারই জার্মান চ্যান্সেলর শলফের সঙ্গে বিশেষ বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট পুতিন জানান, হামলার কোনও ইচ্ছা নেই।

 সামরিক হামলার আশঙ্কা কমলেও সকাল হতে না হতেই ইউক্রেন সরকারের যাবতীয় গোপন সংকেত বাক্য ভেঙে ঢুকে পড়ে হ্যাকাররা। এক লহমায় তছনছ করে দেয় ইউক্রেনের যাবতীয় সরকারি ওয়েবসাইট। এর জেরে স্তব্ধ হয়ে গেছে ইউক্রেন সরকারের সব কাজ।

রয়টার্স জানাচ্ছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক ও সশস্ত্র বাহিনীর ওয়েবসাইট এবং দুটি ব্যাংকের ওয়েবসাইটে এই সাইবার হামলার ঘটনা ঘটেছে।  ফলে প্রতিরক্ষা, বিদেশ ও সংস্কৃতি মন্ত্রক এবং ইউক্রেনের দুটি বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাংক সহ অন্তত ১০টি ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হচ্ছে না।

হামলার জন্য কারা দায়ী ইউক্রেন সে বিষয়ে সরাসরি কিছু না বললেও তাদের দেওয়া বিবৃতিতে রাশিয়ার দিকে ইঙ্গিতের আভাস পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স। বিবৃতিতে রাশিয়ার নাম উল্লেখ না করে ইউক্রেন জানিয়েছে, আগ্রাসী আচরণে কাজ না হওয়ায় অনৈতিক কৌশল বেছে নেওয়া হয়েছে।

ইউক্রেনের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি বিভাগ জানাচ্ছে, সাইবার ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ চলছে।

আল জাজিরার খবর, ইউক্রেনের সরকারি সাইট হ্যাক করার খবর পেয়ে সতর্ক অবস্থান নিয়েছে পোল্যান্ড। কারণ, তারা ইউক্রেনের পক্ষে। পোল্যান্ড সরকারের তরফ থেকে নিরাপত্তা সার্ভিস এবং জনপ্রশাসন বিভাগে জারি হয়েছে সতর্কতা।