Russia Ukraine: ফিরছে রাশিয়ান সেনা, ইউক্রেনে স্বস্তির নিঃশ্বাস

অবশেষে কিছু শান্তি। ফিরে যাচ্ছে রাশিয়ান সেনা। সংবাদ সংস্থা সূত্রে মিলেছে এমনই খবর। চাপ কমতে শুরু করেছে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine) সীমান্তে।  রাশিয়া-ইউক্রেনের মধ্যে সংঘাতের ছবি…

Russia Ukraine

অবশেষে কিছু শান্তি। ফিরে যাচ্ছে রাশিয়ান সেনা। সংবাদ সংস্থা সূত্রে মিলেছে এমনই খবর। চাপ কমতে শুরু করেছে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine) সীমান্তে। 

রাশিয়া-ইউক্রেনের মধ্যে সংঘাতের ছবি স্পষ্ট। যুদ্ধ হয় হয় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যুদ্ধের আশঙ্কায় প্রহর গুনছিল গোটা আন্তর্জাতিক মহল। ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার উপদেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অস্ট্রেলিয়াও তাদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছিল। আমেরিকার আশঙ্কা ছিল এক-দুদিনের মধ্যেই ইউক্রেনে হতে পারে রুশ হামলা। 

এরই মাঝে শোনা যাচ্ছে, ক্রিমিয়ায় সামরিক মহড়া শেষ করার ঘোষণা করেছে রাশিয়া, সেইসঙ্গে শুরু হয়েছে সেনা প্রত্যাহারের কাজ। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম মারফত এমনটাই খবর মিলেছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, “সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের ইউনিটগুলি, অনুশীলনে তাদের অংশগ্রহণ সম্পন্ন করার পরে, তাদের ছাউনিতে ফিরে যাচ্ছে।” 

ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, রাশিয়া নিয়ন্ত্রিত উপদ্বীপকে মূল ভূখন্ডের সঙ্গে যুক্ত করে একটি সেতু পার হচ্ছে সামরিক ইউনিটগুলো। এক বিবৃতিতে বলা হয়, ট্যাংক, পদাতিক যানবাহন ও আর্টিলারি রেলপথে ক্রিমিয়া ছেড়ে যাচ্ছে। যদিও পশ্চিমা নেতারা উদ্বিগ্ন যে রাশিয়া এখনও ইউক্রেনে আক্রমণ শুরু করতে পারে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছেন যে মস্কো যখন তখন আক্রমণ করতে পারে।