মোদীকে ফোনের পরেই হোয়াইট হাউসে বড়সড় দুর্ঘটনা!

ওয়াশিংটন: মঙ্গলবার ‘বন্ধু’ মোদীকে ফোন করে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ঠিক তাঁর পরেই মার্কিন সময় অনুযায়ী মঙ্গলবার রাতে বড়সড় দুর্ঘটনা ঘটল হোয়াইট হাউসে (White House)।

Advertisements

যার ছবি এবং ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। মঙ্গলবার রাত ১০.৩৭ নাগাদ হোয়াইট হাউসের সামনের ব্যারিকেড ভেঙে হোয়াইট হাউসের প্রবেশদ্বার, সিকিউরিটি গেটে সজোরে ধাক্কা মারে একটি নিয়ন্ত্রণ হারানো গাড়ি। ঘটনায় তাৎক্ষণিকভাবে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

হোয়াইট হাউসের সিক্রেট সার্ভিসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত আটক হওয়া গাড়ির চালকের পরিচয় এবং ঘটনার বিস্তারিত জানানো হয়নি। তবে দুর্ঘটনার (Accident) ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারানো একটি গাড়ি হোয়াইট হাউসের প্রবেশদ্বারের কাছে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছে। নিরাপত্তারক্ষীরা গারিটি জরিপ করছেন।

Advertisements

মঙ্গলবারই মোদীকে ফোনে শুভেচ্ছা জানান ট্রাম্প

উল্লেখ্য, মঙ্গলবার দীপাবলি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ট্রাম্প বলেন, “আমার নরেন্দ্র মোদীর (Narenda Modi) সঙ্গে কথা হয়েছে। আমরা বাণিজ্য, আঞ্চলিত স্থিতিশীলতা ও শান্তি নিয়ে আলোচনা করেছি। মোদীর সঙ্গে বার্তালাপ সবসময়ই আনন্দদায়ক। ভারত-পাকিস্তানের যুদ্ধ বন্ধ হওয়া দুই দেশের জন্যই শুভ ছিল”। দীপাবলিতে সন্ত্রাসের বিরুদ্ধে দুই দেশ যুগ্মভাবে লড়াই করার ফের অঙ্গীকার জানিয়েছে নয়াদিল্লি-ওয়াশিংটন।