Israel Hamas War: যুদ্ধ কোনও সমাধান নয়, শিউরে উঠলেন ম্যাডোনা

গাজায় হামাস আক্রমণের পর পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েল। ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাসকে উৎখাত করতে আকাশপথে গাজায় বোমাবর্ষণ করছে ইজরায়েল। এই ঘাত-প্রতিঘাতে ভেঙেছে বহুবাড়ি, স্কুল,মসজিদ, হাসপাতাল।…

Israel Hamas War: যুদ্ধ কোনও সমাধান নয়, শিউরে উঠলেন ম্যাডোনা

গাজায় হামাস আক্রমণের পর পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েল। ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাসকে উৎখাত করতে আকাশপথে গাজায় বোমাবর্ষণ করছে ইজরায়েল। এই ঘাত-প্রতিঘাতে ভেঙেছে বহুবাড়ি, স্কুল,মসজিদ, হাসপাতাল। উভয়পক্ষে মারা গিয়েছে হাজার হাজার মানুষ।প্রাণ হারিয়েছে বহুশিশু। যা দেখে আঁতকে উঠেছে গোটা বিশ্ব।এই ঘটনায় মর্মাহত মার্কিন পপ তারকা ম্যাডোনা।

ম্যাডোনা এ ঘটনায় শোক প্রকাশ করে জানান, আমি সোশ্যাল মিডিয়ায় এলে মন খারাপ হয়ে যায়। মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে?

মার্কিন এই তারকা বলেন, ‘এই যুদ্ধ হৃদয়বিদারক। আমি আর নিতে পারছি না। ছোট ছোট শিশুদের অপহরণ করা হচ্ছে, গাড়ি থেকে নামানো হচ্ছে, তাদের শিরচ্ছেদ করা হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে। চারপাশটা এত নিষ্ঠুর হয়ে উঠেছে ভাবলেই ভয়ে শিউরে উঠছি।’ যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়।এমনটাই মনে করেন ম্যাডোনা।

Advertisements

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামাসের ব্যাপক হামলায় কমপক্ষে ১৪০০ মানুষ নিহত হওয়ার পর ইজরায়েল হামাসকে নির্মূল করার ঘোষণা দিয়েছেন। এদিকে, গাজায় দুই সপ্তাহ ধরে চলা ইজরায়েলের নির্বিচার হামলায় ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। আহত ১৩ হাজারের বেশি মানুষ।