লন্ডন: অভিবাসনের বিরুদ্ধে লন্ডনের (London) পথে নেমেছেন লক্ষাধিক মানুষ। শনিবার কট্টর দক্ষিণপন্থী নেতা টমি রবিনসনের নেতৃত্ব অভিবাসন বিরোধী বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় সেন্ট্রাল লন্ডন। ব্রিটেনের ইতিহাসে ‘ইউনাইট দ্য কিংডম’ (Unite the Kingdom) নামক কট্টর দক্ষিণপন্থীদের নজিরবিহীন এই বিক্ষোভে সামিল হন প্রায় দেড় লক্ষ্য মানুষ।
এই নিয়ে বিস্ফোরক বার্তা দিলেন এক্স-টেসলার কর্ণধার ইলন মাস্ক (Elon Musk)। ভিডিও লিঙ্কের মাধ্যমে লন্ডন র্যালিতে সামিল হয়ে তিনি হুংকার তোলেন, “লড়াই কর, নয়ত মরতে হবে। হিংসার পথ তুমি না বাছলেও, সে তোমায় বেছে নেবে”। এরপরেই বামপন্থীদের বিরুদ্ধে তোপ দাগেন মাস্ক। তিনি বলেন, “তোমরা এখন অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছো। বামপন্থীরা খুনি এবং খুনিদের তোষণ করে”।
বস্তুত, শনিবার উগ্র দক্ষিণপন্থী নেতা টমি রবিনসনের অভিবাসন-বিরোধী আন্দোলনে রণক্ষেত্র হয়ে ওঠে সেন্ট্রাল লন্ডন। ওয়েস্টমিনিস্টার ব্রিজ হয়ে ডাউনিং স্ট্রিটের কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ বাঁধে আন্দোলনকারীদের। ঘটনায় প্রায় ২৬ জন পুলিশ আধিকারিক আহত হয়েছে এবং এই বিদ্রোহ “মেনে নেওয়া যায়না” বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রায় ৫০০০ জনের একটি র্যালি বের করা হয়। দুই বিরোধী দলের মধ্যে জাতে সংঘর্ষ না বাঁধে সেইজন্য সেই র্যালিতেও প্রায় ১ হাজার পুলিশবাহিনী মোতায়েন করা হয়। সেইসঙ্গে অভিবাসনের পক্ষেও পাল্টা মিছিল বের হয়। যার নাম ছিল “মার্চ এগেনস্ট ফ্যাসিজ়ম” অর্থাৎ, ফ্যাসিবাদ বিরোধী মিছিল। সেখানে দক্ষিণপন্থীদের বিরুদ্ধে স্লোগান ওঠে।